Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় অপমান সইতে না পেরে কিশোরীর আত্মহত্যা

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুন, ২০২০, ১:৪৭ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অপমান সইতে না পেরে আকলিমা খানম (১৬) নামের এক কিশোরী আত্ব্যহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে আজ রবিবার ভোর রাতে উপজেলার কুঞ্জবন গ্রামে। নিহত কিশোরি আকলিমা খানম কোটালীপাড়া পাবলিক ইনিস্টিটিউশন মডেল থেকে এবছরের এস এস সি পরিক্ষায় উত্তির্ন হয়েছে। সে কুঞ্জবন গ্রামের জাহাঙ্গীর মোল্লার মেয়ে। পুলিশ লাশ উব্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

আকলিমার বাবা জাহাঙ্গীর মোল্লা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন গত রাতে আমার মেয়ের চরিত্র নিয়ে পাশের বাড়ির আইয়ুব আলীর মেয়ে রোকসনা অকথ্য ভাষায় গালিগালাজ করে। তার অশালিন আচারনের অপমান সইতে না পেরে আমার মেয়ে ভোর রাতে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে সকলের অগাচরে ঘরের মধ্যে আত্ব্যহত্যা করে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ লুৎফর রহমান বলেন এঘটনায় নিহতের মা বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন, লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে,তদন্ত করে ব্যবস্হা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ