বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠির রাজাপুর উপজেলা গালুয়া ইউনিয়নের কাটাখালী থেকে আনুমানিক ৫০/৫৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার কাটাখালি বাজার থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য শ. ম. রিয়াজ আহমেদ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মৃত এ মহিলা মানুষিক ভারসাম্যহীন অবস্থায় ১৪/১৫ দিন পূর্বে হঠাৎ কাটাখালি বাজারে এসে থাকতে শুরু করে। গত ৪/৫ দিন থেকে তাকে দেখে অসুস্থ মনে হয়েছে এবং খাওয়া-দাওয়া ছেড়ে দেয়। গতকাল এ মহিলাকে টলঘরে পরে থাকতে দেখে রাজাপুর থানা পুলিশে খবর দেয়া স্থানীয়রা। পরে পুলিশ ঘটনা স্থল থেকে এ নারীর লাশ উদ্ধার করে।
রাজাপুর থানা ওসি মো. জাহিদ হোসেন জানান, অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে বিকেলে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।