বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনায় আক্রান্ত সন্দেহে বগুড়ার শেরপুর পল্লীতে বেলাল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ দিনমজুরকে ঘর থেকে বের করে দেয় স্ত্রী আনোয়ারা (৫৫)। এ সময় ওই বৃদ্ধের ছেলে মেয়েরাও নীরব দর্শকের ভূমিকায় ছিল। গত বুধবার সন্ধ্যায় যখন জ্বরে কাতর বৃদ্ধকে নিজ বাড়ি থেকে বের করে দেয়া হয় তখন বাইরে বৃষ্টি শুরু হয় ।
বৃষ্টির হাত থেকে বাঁচতে এক প্রতিবেশীর ঘরের কার্ণিশে দাঁড়ালে সেখান থেকেও তাকে তাড়িয়ে দেয়া হয়। সবার তাড়া খেয়ে তিনি সিদ্ধান্ত নেন সারা রাত বৃষ্টিতে ভিজেই মারা যাবেন। এরপর ফাঁকা জায়গায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে ভিজে মৃত্যুর জন্য আল্লাহর দরবারে মুনাজাত শুরু করে দেয়।
লোক মারফত এ খবর পান শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর। ঐ রাতেই তিনি ঘটনাস্থল শেরপুরের বিশালপুর ইউনিয়নের শিমলা সাতবাড়িয়া গ্রামে পুলিশ পাঠান। পুলিশ বেলালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির ব্যবস্থা করে। গতকাল বৃহস্পতিবার জানা যায়, তার পরীক্ষার পর হাসপাতালেই চলছে দিনমজুর বেলালের চিকিৎসা। পুলিশের এমন ভূমিকায় আপ্লুত বেলাল উদ্ধারকারী পুলিশ সদস্যদের জন্য মন ভরে দোয়া করছেন ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।