বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চোর সন্দেহে পাবনা সদর উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে কারা, কি কারণে তাকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।
বুধবার (১৭ জুন) দিনগত রাত তিনটার দিকে উপজেলার দাপুনিয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম শাহাদত হোসেন (২০)। তিনি ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকালে শাহাদত হোসেনকে বাড়ির পাশে একটি গাছের সাথে হেলান দিয়ে বসা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। রাতের কোনো এক সময় চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, নিহত যুবক মাঝে মধ্যে চুরি করতো বলে জানা গেছে। তবে কারা, কি কারণে তাকে হত্যা করেছে সেটি তদন্ত করে বলা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।