মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনা আর্মি’র সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা জিং এক্সি টুইটে জানালেন, তাদের কাছে এখনও ৭৫ ভারতীয় সেনা আটক রয়েছে।চায়না পোস্ট ও পলিটিকো এতথ্য প্রকাশ করেছে ।
জিং এক্সি টুইটটি করেছিলেন চলতি বছরের ২২ মে। সে সময় তিনি বলেছিলেন, ভারতীয় সেনারা চীনকে উস্কানি দেয়। এর ফল ভালো হবে না। এমন উস্কানি দিলে ভারত থেকে লাদাখের নাম মুছে দেবে তারা। বুধবার তার এ পোস্টটি চীন, ভারতসহ বাংলাদেশে ভাইরাল হয়। জিং এক্সি গতকাল বুধবার টুইটে শুধু বলেছেন, চীন ঠিক কাজই করেছে।
চীনা প্রেসিডেন্টও বুধবার বলেন, তারা এখন ভারতের সঙ্গে যুদ্ধে জড়াতে চান না। ভারত নিজেকে সংযত রাখুক।
চীনা আর্মির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে , আমরা চাই ভারত তার সম্মুখ বাহিনীকে নিয়ন্ত্রণ করুক। বন্ধ করুক সব উস্কানিমূলক পদক্ষেপ। এরপর মতপার্থক্য নিরসনে সংলাপ ও আলোচনার সঠিক পথে ফিরতে চীনের সঙ্গে কাজ করুক।
লাদাখ সীমান্তে গালওয়ান উপত্যকায় চীনা সৈন্যদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভারতের একজন কর্নেল পদমর্যাদার সেনাসহ মোট ২০ সেনাসদস্য নিহত হয়েছেন গত মঙ্গলবার।ভারতীয় সংবাদমাধ্যম এএনআই দাবি করেছে , এ সংঘর্ষে চীনের অন্তত ৪৩ সেনা নিহত অথবা গুরুতর আহত হয়েছেন । ১৯৭৫ সালের পর এই প্রথম চীন ও ভারতের মধ্যে প্রাণহানি হওয়ার মতো এমন সংঘর্ষের ঘটনা ঘটলো। ১৯৬২ সালে সীমান্ত বিরোধ নিয়ে দুই দেশের মধ্যে সংক্ষিপ্ত যুদ্ধ হয় ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।