Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানের জাওয়েজজান প্রদেশে তালেবান হামলায় নিহত ১২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ৫:৫৯ পিএম

আফগানিস্তানে নিরাপত্তা চৌকিতে তালেবান হামলায় ১২ জন নিহত হয়েছে।এই হামলার ঘটনাটি ঘটে বুধবার ভোর রাতে। কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করেছে। এএফপি, টাইমস অব ইন্ডিয়া

দেশটির জাওয়েজজান প্রদেশ গভর্নরের মুখপাত্র মারুফ আজহার বলেছেন, বিদ্রোহীরা চারজন নিরাপত্তাকর্মীকে আটক করে নিয়ে গেছে। তিনি ফরাসী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তালেবান হামলায় যে ১২ জন মারা গেছেন, তাদের মধ্যে সেনা সদস্যও রয়েছে। আরো পাঁচ জন আহত হয়েছে। চারজনকে ধরে নিয়ে গেছে। তিনি বলেছেন , সংঘর্ষে পাঁচজন তালেবান সদস্যও নিহত হয়েছে। আফগান বাহিনী অকুস্থলে পৌঁছালে সংঘর্ষের সমাপ্তি ঘটে ।

প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার কথা স্বীকার করে বলেছে , নিহতদের মধ্যে ছয়জন সেনা সদস্য । তালেবানদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিব হামলার দায় স্বীকার করে উল্লেখ করেছেন , হতাহতের সংখ্যা আরো অনেক বেশি । তালেবান ও আফগান সরকারের মধ্যে শান্তি আলোচনার দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে , ততই রক্তপাত বেড়েই চলেছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ