মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের রাজধানী বেইজিংয়ে প্রতিদিন ৯০ হাজারের অধিক করোনা শনাক্তের পরীক্ষা করা হচ্ছে। শহরটিতে নতুন সংক্রমণের কারণে এই বিপুল সংখ্যক পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
বেইজিংয়ে গত বৃহস্পতিবার খাদ্যসামগ্রীর বৃহত্তম পাইকারি বাজার থেকে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর পর যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতির মোকাবিলায় নেমেছে শহরের কর্তৃপক্ষ। শহর কর্তৃপক্ষ এক বিবৃতি জারি করে জানিয়েছে যে, পাঁচদিনে শতাধিক সংক্রমণ শনাক্ত করা হয়েছে। পরিস্থিতি খুবই গুরুতর।
সংক্রমণের কারণে ইতিমধ্যেই ৩০টি আবাসন এলাকাকে সম্পূর্ণ সিল করে দেয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, প্রতিটি বাজারে খাদ্যসামগ্রীর দোকানের মালিক, ম্যানেজার ও কর্মচারীদের করোনার পরীক্ষা করা হবে। পরীক্ষা করা হবে সব রেস্তরাঁকর্মী ও সরকারি ক্যান্টিনের কর্মীকেও। এছাড়া মঙ্গলবার থেকেই বন্ধ করা হয়েছে ট্যাক্সি সার্ভিস।
এদিকে বেইজিংয়ের ফের করোনার সংক্রমণ দেখা দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও। প্রায় দুই মাস করোনামুক্ত থাকার পর নতুন করে আক্রান্তের ঘটনায় এটিকে চীনে ভাইরাসটি দ্বিতীয় দফার সংক্রমণ বলে মনে করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।