Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কানাডায় ২ মাসব্যাপী কর্মহীনদের আর্থিক সহায়তা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২০, ১২:৫০ পিএম

করোনা পরিস্থিতিতে কানাডায় বেকারত্বের হার বেড়েছে। দেশটিতে ধীরে ধীরে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল হতে শুরু করলেও বেকারদের জন্য আর্থিক সহযোগিতার মেয়াদ বৃদ্ধি করেছে কানাডা সরকার। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, করোনায় যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য 'ফেডারেল ইনকাম সাপোর্ট' এর সময় বৃদ্ধি করা হচ্ছে। সেটা আট সপ্তাহ ব্যাপী।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাস্টিন ট্রুডো আরও বলেন, ১৩টি প্রদেশ ও অঞ্চলে ধীরে ধীরে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করেছে। এরপরও 'ইনাকাম সাপোর্ট' দেওয়া প্রয়োজন। অনেক কর্মী কাজ খুঁজে পাবেন, অনেকে পাবেন না। যদিও আমরা সবকিছু পুনরায় সবকিছু খুলতে শুরু করেছি, কাজ খোঁজার সময় বহু সংখ্যক লোকের বিল পরিশোধের জন্য এই সাপোর্ট দরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কানাডা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ