বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি কাভার্ড ভ্যানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত চারটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও মির্জাপুর ফায়ার সার্ভিস সূত্র মতে, ঢাকা থেকে সৈয়দপুরগামী কুরিয়ার সার্ভিসের মালামাল বোঝাই কাভার্ড ভ্যানটি থেকে হঠাৎ ধোয়া বের হতে থাকে। এ সময় অন্য একটি গাড়ির চালক ওই কাভার্ড ভ্যানের চালককে বিষয়টি জানান। পরে কাভার্ড ভ্যানটি থামিয়ে চালক পেছনের ডালনা খুলে ভেতরে আগুন দেখতে পান। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কাভার্ড ভ্যানের চালক মাসুম মিয়া বলেন, হঠাৎ করে ভ্যানটিতে আগুন লাগে। ভ্যানটিতে কয়েক বোতল কেমিক্যাল ছিল। সেখান থেকে আগুন লাগতে পারে। ভ্যানে থাকা মালামালের বেশিরভাগই পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তসহ সকল মালামাল অন্য একটি কাভার্ড ভ্যানে করে ঢাকার হেড অফিসে পাঠানো হয়েছে।
মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, কাভার্ড ভ্যানটিতে অনেক ধরনের মালামালের সঙ্গে কেমিক্যাল ছিল। সেখান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। #
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।