বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর ইন্তেকাল গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এক বিবৃতিতে আ জ ম নাছির উদ্দীন বলেন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর আকস্মিক ইন্তেকালে আমরা একজন সফল মন্ত্রীকে হারালাম।
মন্ত্রনালয় পরিচালনায় তিনি দক্ষতার পরিচয় দেন। রাজনীতিতেও তিনি ছিলেন সফল। তার এ শূন্যতা পূরণ হওয়ার নয়।
মেয়র বলেন, তার ইন্তেকালে আমি
গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তাকে জান্নাত দান করুক। মেয়র নাছির তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
জমিয়াতুল মোদার্রেছীন নেতৃবৃন্দের শোক
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম জেলা সভাপতি প্রিন্সিপাল মোখতার আহমদ, সেক্রেটারি প্রিন্সিপাল আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি প্রিন্সিপাল কাযী আবুল বয়ান হাশেমী, সেক্রেটারি প্রিন্সিপাল ইসমাইল নোমানী
ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। তারা তার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অপর এক বিবৃতিতে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান ধর্ম প্রতিমন্ত্রীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।