Inqilab Logo

সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১ আশ্বিন ১৪৩১, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইবি জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু, পরিষদের শোক প্রকাশ

ইবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৭:১৬ পিএম

হার্ট অ্যাটাকে মৃত্যু বরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিয়া পরিষদ কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. রেজাউল করিম মুরাদ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ। আজ বুধবার শোকবার্তায় সংগঠনের নেতাকর্মীরা এ শোক জানিয়েছেন।

ইবি জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক, প্রফেসর ড. ইদ্রিস আলী স্বাক্ষরিত এক শোক বার্তায় বলা হয়, পেশাগত জীবনে প্রফেসর ড. রেজাউল করিম মুরাদ ছিলেন অত্যন্ত প্রতিভাবান, সৎ, দায়িত্বশীল ও নিষ্ঠাবান। তাঁর মতাে একজন গুণি শিক্ষক-নেতার অকাল প্রয়াণে ইবি জিয়া পরিষদ তথা সংশ্লিষ্ট নানাক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। পরিষদের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি ও তাঁর শােকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি

উল্লেখ্য, ড. রেজাউল করিম ২০০৩ সালে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে বিভাগের সভাপতি, হল প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেন। বাংলাদেশের আর্সেনিক গবেষণায় একজন দেশখ্যাত বিজ্ঞানী ছিলেন তিনি এবং তাঁর অনেক গবেষণাপত্র বিভিন্ন সময় জার্নালে প্রকাশিত হয়েছে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শোক প্রকাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ