Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের হাসপাতালে ১১ বছর বয়সী বালকের মূত্রথলিতে ৭০টি লোহার বল!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২০, ৬:২৭ পিএম

চীনে ১১ বছরের বালকের মূত্রথলি থেকে ৭০টি লোহার বল বের করলেন চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন অ্যাফিলিয়েটেড চিলড্রেন্স হাসপাতালে। -সাউথ চায়না মর্নিং পোস্ট

প্রতিবেদনে জানা যায়, পেটে ব্যথার দরুন স্থানীয় ওই বালকটিকে এই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এক্স–রে করার পর দেখা যায়, তার মূত্রথলিতে ছোট ছোট লোহার বল জমে রয়েছে। এরপর দীর্ঘক্ষণের অপারেশনের পর ৫ মিলিমিটার ব্যাসবিশিষ্ট ৭০টি লোহার বল বের করা হয়।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে , চিকিৎসকদের কাছে বালকটি জানিয়েছে , পুরুষাঙ্গ দিয়ে লোহার বল ঢোকালে কী হয় ? তা জানতেই সে ওই কাণ্ড ঘটিয়েছে । হাসপাতালের চিকিৎসক টাও চ্যাঙ জানান , বছরে দু ’‌ তিনটি এরকম ঘটনার সম্মুখীন হতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ১০ থেকে ১৫ বছরের ছেলেরা এই ধরনের কাণ্ড ঘটায় ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ