মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাণী দ্বিতীয় এলিজাবেথও জুমের ভিডিও কলে অংশ নিয়ে রাজকীয় দায়িত্ব সামলিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। দেশটির ইতিহাসে এই প্রথম কোনো রাণী এভাবে প্রযুক্তির সহায়তা নিয়ে রাজকার্য পরিচালনা করলেন। ৯৪ বছর বয়সী রাণী মূলত একদল স্বেচ্ছাসেবীর সঙ্গে আলাপ করতে ভিডিও কলে আসেন। সঙ্গে ছিলেন তার মেয়ে প্রিসেন্স অ্যানি। রাজপরিবারের অফিশিয়াল টুইটার থেকে জানানো হয়েছে, ব্রিটেনজুড়ে ৭০ লাখ সে¦চ্ছাসেবীর মাঝে সচেতনতা বৃদ্ধি করতে এই কলের আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবীরা বিভিন্ন অসুস্থ, অসহায় মানুষদের দেখভাল করেন। ভিডিও কলে রাণী বলেন, ‘আপনাদের সবার গল্প শুনে ভালো লাগছে। ইতিমধ্যে যা অর্জন করেছেন তাতে আমি মুগ্ধ। আজ আপনাদের সঙ্গে যোগ দিতে পেরে আনন্দিত।’ জুমে এই আলাপচারিতা অনুষ্ঠিত হয় গত ৪ জুন। রাজপরিবার থেকে বিষয়টি বৃহস্পতিবার জানানো হয়েছে। লকডাউনের দিনগুলোতে রানি তার রেডবক্সের মাধ্যমে সংসদ থেকে প্রতিনিয়ত আপডেট পাচ্ছেন। একই সঙ্গে বরিস জনসন সপ্তাহে একবার করে তার সঙ্গে ফোনে কথা বলছেন। টেলিগ্রাফ, সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।