মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের সাথে বিতর্কিত এলাকা নিয়ে তৈরি নতুন মানচিত্র নিয়ে চলতি সপ্তাহের শেষে নেপালের সংসদে ভোট হবে। বৃহস্পতিবার নেপালের সরকারী সূত্রে এই তথ্য জানা গেছে।
সংবিধান সংশোধন করে পুরানো সংস্করণ সরিয়ে সরকার নতুন মানচিত্রটি সংসদে উপস্থাপন করেছে। এটি অনুমোদনের জন্যই সংসদে ভোট গ্রহণ করা হবে। এ বিষয়ে সংসদের একজন কর্মকর্তা দশরথ ধমালা বলেছে, ‘শনিবার সংসদে একটি বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে যখন এই সংশোধনীটি নিয়ে বিতর্ক ও ভোট দেয়ার কথা রয়েছে।’
এর আগে, ভারতের প্রবল আপত্তি উপেক্ষা করে নতুন মানচিত্রে অনুমোদন দিয়েছে নেপালের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। এই মানচিত্রে কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরার মতো বিতর্কিত এলাকা নেপালের ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। ভারত সরকার অনেক আগেই স্পষ্ট করে দিয়েছে যে, এই এলাকা পুরোপুরি ভাবে ভারতীয় ভূখণ্ডের অংশ। এ নিয়ে নয়াদিল্লির মনোভাব নেপাল সরকারের কাছে পৌঁছে দেয়াও হয়েছে। তা সত্ত্বেও মঙ্গলবার সর্বসম্মত ভাবে মানচিত্রটিতে অনুমোদন দেয় নেপালের হাউস।
এই বিল নিয়ে নেপালের শাসকদলের পাশে দাঁড়িয়েছে বিরোধীরাও। প্রথমে দূরত্ব বজায় রাখলেও পরে বিলের পক্ষে ভোট দিয়েছে মাধেসিরা। নয়া মানচিত্রে অনুমোদন দেয়ার পর নেপাল সরকারের বক্তব্য, তারা আলোচনার মাধ্যমেই ভারতের সঙ্গে বিবাদ মেটাতে চায়। নেপালি পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গায়াওয়ালির বক্তব্য, ‘কালি নদী নেপাল এবং ভারতের সীমান্ত। এটা স্বীকার না করার কোনও কারণ নেই। প্রয়োজনে ঐতিহাসিক দলিল এবং তথ্য তুলে ধরে আমরা আলোচনায় যেতে প্রস্তুত।’ সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ ভারত সরকার। এমন পরিস্থিতিতে নেপালের সঙ্গে এই বিবাদ কী ভাবে মেটে, সে দিকে তাকিয়ে সবাই। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।