মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লাদাখে বিতর্কিত সীমান্ত নিয়ে গত কিছুদিন ধরে চরম উত্তেজনা বিরাজ করছিল দুই প্রতিবেশী দেশ ভারত ও চীনের মধ্যে। দু’পক্ষই সেখানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। তবে মঙ্গলবার থেকে সেখানে উত্তেজনা কমতে শুরু করেছে। এ দিন দু’দেশের সেনার মেজর জেনারেল স্তরের বৈঠক হওয়া কথা থাকলেও, তা একদিন পেছানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এই বৈঠক হবে বলে জানা গেছে।
লাদাখ সীমান্তে উত্তেজনার মধ্যে ভারত প্রথমে কঠোর হওয়ার কথা বললেও পরে নমনীয় হয়ে তারা আলোচনার আহ্বান জানালে তা গ্রহণ করে চীন। গত শনিবার সেই বৈঠক হলেও প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর যে সেনা সমাবেশ বাড়ানো শুরু করে দেশ দুইট। তবে মঙ্গলবার থেকে সংঘাতের আবহ ছেড়ে সীমান্তে উত্তাপ কমাতে শুরু করল ভারত-চীন। এ দিন গলওয়ান উপত্যকায় সংঘাতের এলাকা থেকে বেশ কয়েক কিলোমিটার পিছিয়ে যায় ভারতীয় বাহিনী। পরে চীনা সেনাও পিছিয়ে যায়।
গত মাসের মাঝামাঝি সময় থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল ভারত-চীন সীমান্ত। সিকিমে হাতাহাতির পর লাদাখের গলওয়ান উপত্যকা-সহ একাধিক এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা মোতায়েন করে চীন। খবর আসে অস্থায়ী শিবির বানানোরও। বাধা দিতে ওই এলাকাগুলোতে বিপুল পরিমাণ সেনা মোতায়েন করে ভারতও। ডোকলাম স্মৃতি উসকে মুখোমুখি দাঁড়িয়ে যায় দু’দেশের সেনা। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প-সহ আন্তর্জাতিক নেতারা।
কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে উত্তেজনা কমাতে সক্রিয় হয় বেইজিং ও নয়াদিল্লি। গত ৬ জুন বৈঠকে বসে দুই বাহিনী। সেই বৈঠকে লাদাখের থেকে বাহিনী প্রত্যাহার নিয়ে আলোচনা হয়েছিল। পরবর্তী বৈঠক বুধবার হবে বলে স্থির করা হয়। তবে তার আগে অর্থাৎ মঙ্গলবারই সেনা পিছিয়ে নেয় দু’দেশ। সূত্র: টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।