মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দুই কোরিয়ার মধ্যে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে। সিউলের সঙ্গে সব ধরনের আন্তঃকোরীয় যোগাযোগ ছিন্ন করার ঘোষণা দিয়েছে পিয়ংইয়ং। এমনকি দুই কোরীয় শীর্ষ নেতার মধ্যে টেলিফোন হটলাইনও বন্ধ হয়ে যাচ্ছে। কোরীয় সীমান্ত দিয়ে পিয়ংইয়ং-বিরোধী লিফলেট পাঠানোর প্রতিশোধ হিসেবেই এমন ব্যবস্থা নিচ্ছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়াকে ‘শত্রæ’ হিসেবে আখ্যা দিয়ে উত্তর কোরিয়া বলেছে, তারা যেসব পদক্ষেপ নিতে চলেছে এটা তার প্রথম ধাপ। দুই দেশের মধ্যে লিয়াজো রক্ষার জন্য উত্তর কোরিয়ার সীমান্ত শহর কায়েসংয়ে যে অফিস খোলা হয়েছিল তাও বন্ধ করে দেয়া হচ্ছে। নিজেদের মধ্যে উত্তেজনা প্রশমন ও আলাপ-আলোচনার জন্য ২০১৮ সালে এই অফিসটি খোলা হয়েছিল। উত্তর ও দক্ষিণ কোরিয়া কার্যত এখনো যুদ্ধের ময়দানই রয়েছে, কেননা ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধ হলেও দুই দেশের মধ্যে কোনো শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি। উত্তর কোরিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এক প্রতিবেদনে লিখেছে, ‘৯ জুন ২০২০ বেলা ১২টায় উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতাদের মধ্যে লিয়াজো লাইন সম্প‚র্ণভাবে কেটে দেবে ও বন্ধ করে দেবে উত্তর কোরিয়া, যা এতদিন দুই দেশের যৌথ লিয়াজো অফিসের মাধ্যমে পরিচালিত হতো।’ উত্তর কোরিয়া জানায়, দুই দেশের সেনাবাহিনীর মধ্যেও সব ধরনের যোগাযোগের চ্যানেল বন্ধ করে দেবে তারা। নভেল করোনাভাইরাসের কারণে জানুয়ারি থেকে লিয়াজো অফিস বন্ধ থাকার কারণে মাঝের সময়টাতে টেলিফোনে দুই দেশের মধ্যে যোগাযোগ রক্ষা করা হতো। সোমবার দুই দেশের মধ্যে সর্বশেষ ফোনে যোগাযোগ হয়েছে। দক্ষিণ কোরিয়া বলেছে, ২১ মাসের মধ্যে এদিনই প্রথম ফোন করে তারা। যদিও সকাল ৯টার ফোনের উত্তর আসেনি, বিকাল ৫টায় যোগাযোগ স্থাপিত হয়। উত্তর কোরিয়ার পক্ষে কেসিএনএ বলে, ‘আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষের সঙ্গে মুখোমুখি আলোচনার কোনো প্রয়োজন নেই, এমনকি আলোচনার কোনো বিষয়ও নেই, কেননা তারা শুধুই আমাদের আতঙ্ক জাগ্রত করে।’ বিবিসি,আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।