Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাফত নেতা মাওলানা হেদায়াতুল্লাহ বাশার এর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ৫:৫৪ পিএম

বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ইতিহাসবিদ মাওলানা হেদায়াতুল্লাহ বাশার গতকাল ৮জুন রাত ১১ টায় স্ট্রোক করে মিরপুরস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী,২ পুত্র ২ কন্যা রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ জোহর মরহুমের জন্মস্থান পিরোজপুর জেলার নাজিরপুর থানার বড়ইঘনিয়া গ্রামে জানাজার নামাজ শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী ও সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন এক যুক্ত বিবৃতিতে মাওলানা হেদায়াতুল্লাহ বাশার এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জিহাদে মাওলানা হেদায়াতুল্লাহ বাশারের ত্যাগ ও কুরবানী চীর স্মরণীয় হয়ে থাকবে। তিনি আজীবন খেলাফত আন্দোলনের দায়িত্ব পালনে একজন নিবেদিত প্রাণ ছিলেন। তাঁর ইন্তেকালে জাতি খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনের একজন আদর্শবান ও মুখলেস সৈনিককে হারালো।
নেতৃবৃন্দ মহান আল্লাহ তা‘আলার দরবারে মরহুমের রূহের মাগফেরাত কামনা এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। আল্লাহ তা'আলা তাঁর সকল দ্বীনী খেদমতকে কবুল করে জান্নাতের উচুঁ মাকাম দান করুক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ