Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার চট্টগ্রামের কোচদের পাশে তামিম

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ১২:০০ এএম

করোনাভাইরাসের এই দুর্যোগের সময়ে দীর্ঘদিন ধরে বন্ধ চট্টগ্রামের ক্রিকেট একাডেমিগুলো। কোচদের আয়ও তাই বন্ধ। তাদের অনেকের দিন কাটছে কষ্টে। কোচদের অ্যাসোসিয়েশন থেকে স্থানীয় অনেকের সঙ্গে যোগাযোগ করেও কোনো সহায়তা মেলেনি। খবর পেয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রামের সন্তান জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
চট্টগ্রামে নিজেদের পারিবারিক রেস্টুরেন্টে ছোট্ট আয়োজনে ৫০ জন ক্রিকেট কোচকে আর্থিক সহায়তা করা হয় তামিমের পক্ষ থেকে। স্থানীয় দুজন কোচ তামিমের সঙ্গে যোগাযোগ করার পর চট্টগ্রাম ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশন থেকে তালিকা করে এই সহায়তা করা হয়েছে।
স্থানীয়ভাবে এটি সমন্বয় করেছেন তামিমের বড় ভাই নাফিস ইকবাল। দায়িত্ববোধের জায়গা থেকেই তামিমের এই উদ্যোগ বলে জানালেন জাতীয় এই ক্রিকেটার, ‘তামিম যখন জানতে পেরেছে যে এখানকার কোচরা কষ্টে আছেন, আমাকে বলেছে দ্রুত যেন ব্যবস্থা করি। আমার বা তামিমের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে তাদের অনেক অবদান। আমরা ছেলেবেলায় যখন খেলা শিখেছি, যে কোনো একাডেমিতে চলে যেতাম। আমার ছেলে এখন খেলছে, সেও যায়। কোনো কোচ কখনও ফিরিয়ে দেননি বা ভর্তি হতে বলেননি কিংবা ফি চাননি। তাদের দুঃসময়ে পাশে থাকাটাকে তাই দায়িত্ব মনে করেছে তামিম। আমরা কিন্তু একবারও ‘হেল্প’ শব্দটি উচ্চারণ করিনি। আমরা বলছি, সামান্য গিফট। সেটা বিশ্বাসও করি। কোচরা আমাদের কাছে শিক্ষকের মতো। তাদের প্রতি এটা আমাদের সম্মান। কোচদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে তালিকা করে সব একাডেমির কোচকেই উপহার দেওয়া হয়েছে।’
করোনাভাইরাসের প্রকোপের শুরু থেকেই নানাভাবে সহায়তা কার্যক্রম চালিয়ে আসছেন তামিম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তামিম

২৬ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ