বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের ঘাটাইলে বংশাই নদীতে গোসল করতে নেমে ডুবে নিখোঁজ হওয়া দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে উপজেলার আঙ্গারখোলা এলাকায় ব্রিজ সংলগ্ন বংশাই নদীতে এক যুবকের লাশ ভেসে উঠে। এরআগে গতকাল রবিবার অপর যুবকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহতরা হলেন উপজেলার ছনখোলা গ্রামের আব্দুল বাছেদের ছেলে আব্দুল্লাহ আল নোমান ও একই গ্রামের রহমান আলী খানের ছেলে ফরমান হোসেন খান ওরফে ফারুক।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, ‘দুই যুবক মিলে রবিবার দুপুরে অন্যান্য বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষ করে বংশাই নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা দুইজন পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ওইদিন ডুবুরি দল গিয়ে বিকেলে একজনের মৃতদেহ উদ্ধার করে। আজ সোমবার দুপুরে অপর যুবকের লাশ নদীতে ভেসে উঠে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।