Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলের ঘাটাইল বংশাই নদীতে ডুবে নিখোঁজ হওয়া দুই যুবকের লাশ উদ্ধার

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০২০, ৬:২৮ পিএম

টাঙ্গাইলের ঘাটাইলে বংশাই নদীতে গোসল করতে নেমে ডুবে নিখোঁজ হওয়া দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে উপজেলার আঙ্গারখোলা এলাকায় ব্রিজ সংলগ্ন বংশাই নদীতে এক যুবকের লাশ ভেসে উঠে। এরআগে গতকাল রবিবার অপর যুবকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহতরা হলেন উপজেলার ছনখোলা গ্রামের আব্দুল বাছেদের ছেলে আব্দুল্লাহ আল নোমান ও একই গ্রামের রহমান আলী খানের ছেলে ফরমান হোসেন খান ওরফে ফারুক।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, ‘দুই যুবক মিলে রবিবার দুপুরে অন্যান্য বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষ করে বংশাই নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা দুইজন পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ওইদিন ডুবুরি দল গিয়ে বিকেলে একজনের মৃতদেহ উদ্ধার করে। আজ সোমবার দুপুরে অপর যুবকের লাশ নদীতে ভেসে উঠে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারি, ২০২২
২০ ডিসেম্বর, ২০২১
৪ ডিসেম্বর, ২০২১
১১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ