Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বজ্রপাতে মৃত্যু ১২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২০, ১২:০১ এএম

ছেলেকে খুঁজতে বের হয়ে বাবাসহ আট জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গত ২৪ ঘণ্টায় এসব বজ্রপাতের ঘটনা ঘটে। মৃতদের মধ্যে হবিগঞ্জে ৩, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার, দুইজন করে, সুনামগঞ্জ , ভোলা, মানিকগঞ্জ, ধামরাই ও পাবনায় একজন করে।
হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ ও শায়েস্তাগঞ্জে গতকাল বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (৬ জুন) সকালে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, আজমিরীগঞ্জ উপজেলার সদরের রনিয়া গ্রামের মালিক মিয়ার ছেলে মারফত আলী (১৭), একই গ্রামের আবেদ আলীর ছেলে রবিন মিয়া (১৭) ও শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আছকির মিয়া (৫০)।

সুনামগঞ্জ : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মনাই নদীতে মাছ ধরতে গিয়ে গতকাল বজ্রপাতে মঞ্জু মিয়া (২২) নামের এক জেলে নিহত হয়েছেন। তিনি সেলবরষ ইউনিয়নের সলফ গ্রামের বাসিন্দা ফুল মিয়ার ছেলে।

ভোলা : ভোলায় আউশ ধানের ক্ষেতে কাজ করতে গিয়ে গতকাল সকালে বজ্রপাতে আব্দুল মালেক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় মোহাম্মদ আলী (৪৫) ও মো. কাসেম (৫০) নামে দুই কৃষক আহত হয়েছেন। নিহত আব্দুল মালেক ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর কালি গ্রামের মৃত মুকবুল আহম্মেদের ছেলে। এছাড়াও আহতরা একই গ্রামের বাসিন্দা। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে পৃথক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার নিজবাহাদুরপুর ইউপির গল্লাসাঙ্গন গ্রামে ইসহাক আলীর ছেলে আব্দুল মতিন (৫৫) এবং উপজেলার বর্ণি ইউনিয়নের কাজিরবন্দ গ্রামের মৃত রমিজ আলীর ছেলে রুবেল আহমদ (২৫)।

কিশোরগঞ্জ : জেলার কুলিয়ারচর ও ভৈরবে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। গতকাল সকালে এ দুটি ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের বড় ছয়সূতি গ্রামের হারুন খন্দকারের ছেলে কামরুল খন্দকার (১৪) এবং ভৈরবের সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামের আহসানউল্লাহ মিয়ার ছেলে সেলিম মিয়া (২৮)।

মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলার মালঞ্চ গ্রামে গতকাল বজ্রপাতে মো. জাহাঙ্গীর আলম নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার মাসহ চার জন। মো. জাহাঙ্গীর আলম জেলা শহরের পোড়রা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে ঘুড়ি ওড়ানোর সময় গত শুক্রবার বজ্রপাতে মো. জয়নাল (৩০) নামে এক যুবকের মৃত্য হয়েছে। গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ধামরাইয়ের আমতা ইউনিয়নের বাউখন্ড মাঠে এ ঘটনা ঘটে।

পাবনা : পাবনার সুজানগরে বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গিয়ে গত শুক্রবার বিকেলে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম সম্রাট হোসেন (১৬)। সে ওই গ্রামের শাজাহান আলীর ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ