Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুন, ২০২০, ১২:০১ এএম

ট্রাম্পের বিরুদ্ধে মামলা
ইনকিলাব ডেস্ক : কৃষ্ণাঙ্গ হত্যার জেরে যুক্তরাষ্ট্রে তুমুল উত্তেজনা বিরাজ করছে। গেল কয়েকদিন ধরেই বিক্ষোভে উত্তাল পুরো দেশ। এর মধ্যে এবার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দেওয়ার। দেশটির মানবাধিকার সংগঠন দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ) বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এই মামলা করে। সিএনএন।


অবমাননা নিষিদ্ধ বিল
ইনকিলাব ডেস্ক : চীনের জাতীয় সংগীতকে অবমাননা নিষিদ্ধ করার একটি বিলকে অনুমোদন দিয়েছে হংকংয়ের আইনসভা। বৃহস্পতিবার আইনটির অনুমোদন দেওয়া হয়। খবরে বলা হয়েছে, গণতন্ত্রপন্থীরা আইনটির বিরোধিতা করার পরও তা পাস হয়েছে। এর পক্ষে ভোট পড়েছে ৪১টি। বিপক্ষে ছিল মাত্র ১ ভোট। এপি।

বন্ড বিক্রি বাড়িয়েছে
ইনকিলাব ডেস্ক : অর্থনীতির বিপর্যয় ঠেকাতে কোভিড মহামারিতেও বন্ড বিক্রি কার্যক্রম বাড়িয়েছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতিতে বন্ড বিক্রির পরিমাণ এখন ৬০ হাজার কোটি ইউরোর পরিবর্তে ১ দশমিক তিন পাঁচ ট্রিলিয়ন ডলারে উন্নীত করবে ইসিবি। বন্ড বিক্রি কার্যক্রম চলবে ২০২১ সালের জুন মাস পর্যন্ত। ইউরোপা ডটকম।


আটকে গেল ফুলশয্যা
ইনকিলাব ডেস্ক : লকডাউনের দীর্ঘ বাধা পেরিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছিলেন এক যুগল। কিন্তু বৌভাতের আগেই বাদ সাধল করোনা। বিয়ের পরদিনই রিপোর্ট এলো, বর করোনা পজিটিভ। ফলে অন্তত ১৪ দিনের জন্য আটকে গেছে তাদের ফুলশয্যা। সম্প্রতি এ ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায়। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নববিবাহিত ওই যুবক পেশায় হাওড়া সিটি পুলিশের দাশনগর থানার সিভিক ভলান্টিয়ার। কিছুদিন আগে ওই থানায় সবার করোনা টেস্ট করা হয়েছিল। কিন্তু তখনও আসেনি রিপোর্ট। এবিপি।


সন্ত্রাসী সংগঠন
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে বিক্ষোভের মধ্যেই সহিংসতা, লুটপাটের ঘটনা ঘটেছে। এসবের পেছনে ‘আন্টিফার’ও হাত রয়েছে বলে মনে করছে ট্রাম্প প্রশাসন। তাই আন্টিফাকে ‘সন্ত্রাসী সংগঠন’-এর তালিকায় ফেলতে চান ট্রাম্প। কিন্তু আন্টিফা কোনো নির্দিষ্ট সংগঠন নয়, এর কোনো সদর দফতর কিংবা দলের প্রধান বলে কেউ নেই, বলে জানান যুক্তরাষ্ট্রের রাটগার্স ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক মার্ক ব্রে। ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ