Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ১৫ ব্রিটিশ এমপির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ১২:০২ এএম | আপডেট : ১২:০৪ এএম, ৫ জুন, ২০২০

জম্মু-কাশ্মীরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে এর প্রতিবাদ জানিয়েছেন ১৫ জন ব্রিটিশ এমপি। তাদেরকে বিষয়টিতে যুক্ত করেছেন কুয়েত ও বাহরাইনের কিছু আইনজীবী। সম্মিলিত এ দলটি কাশ্মীরের জনগণের চাওয়া অনুযায়ী অঞ্চলটির সমস্যার সমাধানের আহŸান জানিয়েছেন। এ খবর দিয়েছে পাকিস্তান ভিত্তিক দ্য নিউজ। খবরে বলা হয়েছে, ব্রিটিশ এমপিরা পাকিস্তান কর্তৃক দখলকৃত কাশ্মীরের অন্য আরেক অংশ ‘আজাদ কাশ্মীরের’ প্রেসিডেন্ট সরদার মাসুদ খানকে আশ্বস্ত করেছেন। তাকে বলা হয়েছে যে, এই এমপিরা ভারতীয় কাশ্মীরের বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টে অভিযোগ তুলবেন। তবে কাশ্মীরের পাকিস্তান দখলকৃত অংশের মানবতাবিরোধী কাজ নিয়ে তারা কিছু বলেনি। মঙ্গলবার তেহরিক-ই-কাশ্মীর নামের একটি সংস্থা একটি ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করে। এতে যোগ দিয়েই এসব কথা বলেন ওই ব্রিটিশ এমপিরা। সম্মেলনে আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট ছাড়াও ব্রিটিশ এমপি রেবেকা লং-বেইলে, ক্রিস স্টিফেন্স, মাইক উড, ট্রাসি বারবিন, কেট গ্রিন, পল ব্রিস্টো, খালিদ মাহমুদ, ইয়াসমিন কোরেশি, হিলারি বেন, মোহাম্মদ ইয়াসিন, লিলিয়ান গ্রিনউড, সারাহ ওয়েন, রাচেল হপকিন্স ও আফজাল খান অংশ নেন। এতে সভাপতিত্ব করেন তেহরিক-ই-কাশ্মীর ইউকে’র প্রেসিডেন্ট ফাহিম কিয়ানি। এছাড়াও বিভিন্ন দেশ থেকে মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা সম্মেলনে বক্তব্য রাখেন। দ্য নিউজ।

 



 

Show all comments
  • jack ali ৬ জুন, ২০২০, ১০:০০ পিএম says : 0
    May Allah destroy Modi, his RSS party and his Barbarian Army from Muslim populated Kashmir by Corona Virus. Ameen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ