Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে ছেলের পরে বাবাও চলে গেলেন না ফেরার দেশে

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুন, ২০২০, ১২:৫৪ পিএম

ঢাকার কেরানীগঞ্জে ছেলের মৃত্যুর তিনদিন পরে তার বাবাও চলে গেলেন না ফেরার দেশে। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নে। না ফেরার দেশে চলে যাওয়া ওই বাবার নাম মোঃ সেলিম দরানি। তিনি ছিলেন মডেল থানার কলাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক। তিনি সোমবার(০১জুন)রাত দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করেন।
জানা যায়, রোহিতপুর বনিক সমিতির সদস্য সেলিম দরানির ছেলে মোঃ সাইদুর দরানি গত ২৯মে ভোর রাতে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন। এই ছেলেটি ছিল তাদের সংসারের উপার্জনের অন্যতম ব্যক্তি। তার কাছেই ছিল সংসারের যাবতীয় টাকা-পয়সা ও হিসেব পত্র। ছেলেটি মারা যাওয়ার পরে বাবা সেলিম দরানি শোকে কাতর হয়ে পড়েন। ছেলের এই মৃত্যু শোক সহ্য করতে না পেরে তিনি সোমবার রাতে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। তাকে ওই রাতেই দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনদিনের ব্যবধানে বাবা-ছেলের এই মৃত্যুর খবরে এলাকাবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এদিকে কলাতিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেলিম দরানির মৃত্যুতে সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম,কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ