মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসের এ মহাদুর্যোগের সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে আসার সিদ্ধান্তে কঠোর সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুকে দেয়া অনুদান প্রত্যাহার করায় নিজ দেশে এবং আন্তর্জাতিক মহলে সবখানেই সমালোচিত হচ্ছেন ট্রাম্প। খবর বিবিসির। ইউরোপীয় ইউনিয়ন বলছে, মহামারীর এ ক্রান্তিকালে মান-অভিমান ভুলে সবাইকে একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়তে হবে। প্রেসিডেন্ট ট্রাম্পকে আবারও এ ব্যাপারে ভেবে দেখার পরামর্শ দেয় ইইউ। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের এ হঠকারী সিদ্ধান্তকে দুঃখজনক হিসেবে অভিহিত করেছেন। এমনকি যুক্তরাষ্ট্রের সিনেটে স্বাস্থ্য কমিটির প্রধানও ট্রাম্পের এহেন সিদ্ধান্তের সমালোচনা করেছেন। গত ১৮ মে হুকে ৩০ দিন সময় দিয়ে বলেছিলেন, এর মধ্যে ‘উল্লেখযোগ্য কোনো অগ্রগতি’ না হলে সদস্যপদ প্রত্যাহারের কথা ভাববে আমেরিকা। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।