Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বিএনপি নেতা বকুলের উদ্যোগে খুলনায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মে, ২০২০, ১১:২২ পিএম

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ও কর্মহীন দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। সাবেক এ ছাত্রনেতার উদ্যোগে খুলনা-৩ আসনের (খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা) বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দিনভর বিভিন্ন স্থানে খাবার বিতরণ করেন।
খালিশপুর থানা যুবদলঃ শনিবার দুপুর ১২টায় খুলনা মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমনের নেতৃত্বে খালিশপুর থানার মারোয়ারি গেট থেকে শুরু করে থানার ২০টি পয়েন্টে প্রায় ১০০০ কর্মহীন দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন খালিশপুর থানা যুবদলের নেতৃবৃন্দ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনঃ এইচ এম খায়রুজ্জামান শামীম, এস আরিফুর রহমান শিমুল, মাসুদ পারভেজ লিটন, মোঃ ফারুক খান, মোক্তার আলি চুন্নু, আতাউর রহমান পপলু, সাইফুর রহমান, মাইনুদ্দিন মাইনু, উজ্জল বিশ্বাস, মোঃ রফিক, আউয়াল হোসেন আকন, নুরুল্লা ছগির, আব্দুল কাদের, দেলোয়ার হোসেন, মিজান ফরাজি, মাহাবুব, তানভির, ফয়সাল, আরিফ, মাহামুদ,
আসলাম শেখ, পাপ্পু, জুয়েল, রুবেল প্রমুখ।
আসরবাদ খালিশপুর গোয়ালখালি কবরস্থান বায়তুল মামুর জামে মসজিদে খুলনা মহানগর যুবদলের ১নং সহ সভাপতি সৈয়দ মেহেদী মাসুদ সেন্টুর নেতৃত্বে শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেনঃ মাহবুব হাসান পিয়ারু, নাজমুল হোসেন বাবু, কামরুজ্জামান, নুর ইসলাম, ফারুক আহমেদ, আব্দুস সামাদ বিশ্বাস, জাহিদুর রহমান, জসিমউদ্দিন ডেভিড, সোহেল রানা, খলিল, আল আমিন, প্রিন্স মল্লিক, সেন্টু ব্যাপারী, বিপ্লব প্রমুখ।
৫নং ওয়ার্ড বিএনপি শনিবার আসরবাদ কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পৃষ্টপোষকতায় ও ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ ইমাম হোসেনের নেতৃত্বে কর্মহীন দুস্থদের মাঝে দৌলতপুর থানার ১০টি গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ২৫০০প্যাকেট রান্না করা খাবার বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেনঃ দৌলতপুর থানা বিএনপিসাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, মুর্শিদ কামাল, কাজী নেহিবুল হাসান নেহিম, রুবায়েত হোসেন বাবু, আরব আলী সরদার, খবির উদ্দিন, মিজানুর রহমান, মাসুদুর রহমান রানা, আঃ রাজ্জাক, নুর ইসলাম বাচ্চু, লিটন খন্দকার, হাফিজুর রহমান পিন্টু, এম এম জসিম, শেখ মোঃ নাজিম, আল আমিন সরদার রতন, হেদায়েতুল্লাহ দিপু, মোঃ আল আমিন লিটন, জিয়া উদ্দিন জিয়া, মিজানুর রহমান মৃদুল, জাকির হোসেন, মেহেদী হাসান, রবিউল, নাসির হাওলাদার, রহমান, মাহাবুব, নাসির, মোঃ মিন্টু, সুমন খান, সোহেল, সুজন, ইব্রাহিম, আশিক, সোনা মিয়া, সানি, মিরাজ প্রমুখ।
১নং ওয়ার্ড বিএনপি শনিবার আসরবাদ কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পৃষ্ঠপোষকতায় ও ১নং ওয়ার্ড বিএনপিসাধারণ সম্পাদক আবুল কালাম শিকদারের নেতৃত্বে রানার মাঠ দারুস সালাম জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন-আব্দুস সাত্তার, মোঃ শাহজাহান খান, হাবিবুর রহমান, সৈয়দ মাইনুল ইসলাম, আমিনুল ইসলাম, পারভেজ মিজান, কাওসার, দেলোয়ার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খালিশপুর থানা সেচ্ছাসেবক দলঃ শনিবার দুপুর ২টায় কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পৃষ্ঠপোষকতায় ও নগর স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক ফারুক হিল্টনের পরিচালনায় পিপলস জুট মিলস কলোনী প্রাঙ্গনে তিন শতাধিক
অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনঃ খুলনা মহানগর বিএনপির সহ সভাপতি স ম আব্দুর রহমান, জাহিদুল ইসলাম, আবুল কালাম জিয়া, আজিজুল হাসান দুলু, একরামুল হক হেলাল, শেখ সাদি, শফিকুল ইসলাম শাহিন, অহিদুজ্জামান, আব্দুল মতিন বাচ্চু, ইখতিয়ার উদ্দিন বাবলু, মুন্তাসির আল মামুন, আলাউদ্দিন তালুকদার, জাহিদুল ইসলাম বাচ্চু, মাসুম পারভেজ পলাশ, ডিয়ার, তুহিন খন্দকার, রফিকুল ইসলাম বাবু, মিলন, মনির, আকরাম, আল আমিন, সাইদ, ইমরান সালেহ সিফাত প্রমুখ।
১৩নং ওয়ার্ড বিএনপি শনিবার আসরবাদ কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পৃষ্ঠপোষকতায় ও ১৩নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের নেতৃত্বে নিউজপ্রিন্ট জামে মসজিদে শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৪নং ওয়ার্ড বিএনপি শনিবার আসরবাদ কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পৃষ্ঠপোষকতায় ও ১৪নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের নেতৃত্বে বৈকালি মধ্যপাড়া জামে মসজিদে শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুরুপভাবে, আসরবাদ বৈকালি মোড়স্হ কড়ই কোম্পানি জামে মসজিদে শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আড়ংঘাটা ইউনিয়ন বিএনপি শনিবার আসরবাদ কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পৃষ্ঠপোষকতায় ও আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের নেতৃত্বে শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ