বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সামাজিক দূরত্ব বজায় রেখে নোয়াখালীতে প্রতিটি মসজিদে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে করোনার বিষয়টি মাথায় রেখে অনেকে নিজ নিজ ঘরে পরিবারের সদস্যদের নিয়ে সামাজ আদায় করেছে।
লক্ষণীয় যে, এবারের ঈদের জামাতে রং বেরঙ পোষাক পরে ছোট ছোট শিশুদের মসজিদে দেখা যায়নি। অভিভাবকরা তাদের সন্তানদের এবার ঘর থেকে বের হতে দেয়নি। তাই মসজিদ চত্বরে ছোট ছোট শিশুদের কোলাহল এবার চোখে পড়েনি।
অতীতে যে সব মসজিদে ঈদের জামাতে ৩/৪ শত মুসল্লি নামাজে অংশগ্রহণ করতো, এবার সে সব মসজিদে শতাধিকের বেশী মুসল্লির সমাগম ঘটেনি। এছাড়া জেলা প্রশাসন ও প্রতিটি মসজিদ পরিচালনা কমিটির সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে বেশ আন্তরিক ছিল।
ঈদের নামাজ শেষে মহামারি করোনা থেকে মুক্তিলাভে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।