Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৫ মে, ২০২০, ১১:০৭ এএম

সরকারি নির্দেশনা মেনে রাজশাহীতে মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বাড়ীর ছাদে ঈদের জামাতের আয়োজন করে অনেকেই। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা নিজ বাড়ীতে ঈদের জামাতের আয়োজন করে নামাজ আদায় করেছেন।
রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮ টায় নগরীর হযরত শাহ মখদুম (রহ.) দরগাহ মসজিদে। এই মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মো. মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় জামাতে ইমামতি করেন মসজিদের সহকারী ইমাম হাফেজ রেজাউল করিম।
এছাড়া নগরীর সাহেববাজার বড় মসজিদে দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে প্রথম জামাত সাড়ে ৮টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৯টায়। নির্দেশনামত বাহির থেকে আসা মানুষকে মসজিদে আসতে নিষেধ করা হয়। এছাড়া মুসুল্লিদের বাড়ী থেকে অজু করে মাস্ক পড়ে আসতে হয়েছে মসজিদে। স্বাস্থ্যবিধি অনুযায়ী মসজিদে রাখা হয় হাত ধোয়ার ব্যবস্থা। ঈদুল ফিতরের প্রধান জামাতে বাংলাদেশসহ গোটা বিশ্বে চলমান করোনা মহামারী থেকে সবাইকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়েছে। একই সথে জীবনের সকল পাপ মোচন, এক মাসের সিয়াম সাধনা কবুল ও নাজাতের জন্য প্রার্থনা করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত শেষে আজ পরস্পরের সঙ্গে কোলাকুলি বা করমর্দন করেননি কেউ। তবে দূর থেকেই কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সবাই। নামাজকে ঘিরে এ সময় কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদুল ফিতর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ