Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হংকং ও ম্যাকাওতে নিশ্চিত করা হবে জাতীয় নিরাপত্তা : লি

নতুন আইন আরোপের পরিকল্পনায় চীনকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মে, ২০২০, ১২:০৮ এএম

হংকংয়ের উপর নতুন নিরাপত্তা আইন আরোপের পরিকল্পনা করছে চীন। এক চীনা কর্মকর্তা টুইটারে লিখেছেন, গত বছর অঞ্চলটিতে তীব্র গণতন্ত্রপন্থি বিক্ষোভের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। চীনের এই পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে হংকংয়ের গণতন্ত্রপন্থিরা। নতুন আইনটি হংকংয়ের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ বলে দাবি করেছেন অনেকে। আইনটির সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রও। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চীনকে হুঁশিয়ারি দিয়েছেন যে, হংকংয়ের উপর আরো নিয়ন্ত্রণ আরোপে চীনের চেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেবে তার প্রশাসন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শুক্রবার পার্লামেন্টে নিজের বার্ষিক রিপোর্ট নিয়ে চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেন, হংকং ও ম্যাকাওতে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে একটি সুষম আইনি ব্যবস্থা ও প্রয়োগ পদ্ধতি প্রতিষ্ঠা করবে চীন। এর আগে ২০০৩ সালে একইরকম একটি আইন প্রণয়নের চেষ্টা করেছিল চীন সরকার। সেসময় এর বিরুদ্ধে বিক্ষোভে রাস্তায় নেমে এসেছিল প্রায় ৫ লাখ মানুষ। হংকংয়ে গণতন্ত্রপন্থি ও রাজনীতিকরা বহু বছর ধরে জাতীয় নিরাপত্তা আইনের মতো বিষয়গুলোর বিরোধীতা করে আসছেন। তাদের দাবি, এমন আইন শহরটির উচ্চ-পর্যায়ের স্বায়ত্ত্বশাসন কেড়ে নেবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মার্কিন আইনে হংকংয়ের বিশেষ মর্যাদা রক্ষার মূল চাবিকাঠি হচ্ছে উচ্চ পর্যায়ের স্বায়ত্ত্বশাসন ও মানবাধিকারের প্রতি সম্মান। বিবৃতিতে আরো বলা হয়, অঞ্চলটির বৈশ্বিক আর্থিক কেন্দ্রে পরিণত হওয়ার পেছনে মার্কিন আইনে এর বিশেষ মর্যাদার ভূমিকা রয়েছে। এদিকে, ট্রাম্প বলেছেন, কেউ জানে না চীনের মূল পরিকল্পনা কী। যদি এটা সত্য হয় তাহলে এর বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেয়া হবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ