Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মে, ২০২০, ১২:০৮ এএম


বন্ধ হচ্ছে টার্গেট
ইনকিলাব ডেস্ক : এবার ‘টার্গেট অস্ট্রেলিয়া’ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান তার বিপুল সংখ্যক স্টোর হয়তো বন্ধ করে দিচ্ছে, না হয় তা নতুন করে সাজাচ্ছে। তাদের নেটওয়ার্কে যতগুলো স্টোর আছে এমন অভিযান চালানো হচ্ছে তার প্রায় অর্ধেক অর্থাৎ ৭৫টিতে। করোনা ভাইরাস সংক্রমণের ফলে এমন উদ্যোগ নিতে হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এবিসি নেট।


মেক্সিকোতে ৩ হাজার
ইনকিলাব ডেস্ক : বৃহস্পতিবার সন্ধ্যায় মেক্সিকোতে প্রায় ৩ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মহামারি শুরুর পর একদিনে এটাই সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের রেকর্ড। ২৪ ঘণ্টায় মেক্সিকোতে নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৯৭৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ৫৬৭ জন, ব্রাজিল ও পেরুর পর লাতিন আমেরিকায় তৃতীয় সর্বোচ্চ। রয়টার্স।


১৯ হাজার বেশি
ইনকিলাব ডেস্ক : ইতালির জাতীয় সামাজিক নিরাপত্তা সংস্থা বলছে, কোভিড-১৯ রোগে মার্চ ও এপ্রিলে মৃত্যু হয়েছে সরকারি হিসাবের চেয়েও প্রায় ১৯ হাজার বেশি। গবেষণায় দেখা গেছে সরকারি মৃত্যুর হিসাব ‘বিশ্বাসযোগ্য’ নয়। তাদের তথ্য মতে, মার্চ ও এপ্রিলে ইতালিতে ১ লাখ ৫৬ হাজার ৪২৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। রয়টার্স।


পতাকা অর্ধনমিত
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাস মহামারিতে যুক্তরাষ্ট্রের মৃত নাগরিকদের সম্মানে তিনদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি এই নির্দেশ দেন। দেশটির বিরোধী দল ডেমোক্র্যাটের পক্ষ থেকে এক লাখ প্রাণহানি হলে পতাকা অর্ধনমিত করার আহবান জানানো হয়েছিল। এএফপি।


ভারতে ৬০৮৮
ইনকিলাব ডেস্ক : ভারতে একদিনে আরও ৬ হাজার ৮৮ জনের দেহে নতুন করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। দেশটিতে এর আগে একদিনে এত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত আরও ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এনডিটিভি।

থাইল্যান্ডে নেই
ইনকিলাব ডেস্ক : চীনের বাইরে করোনাভাইরাস ছড়ানো দেশগুলোর মধ্যে অন্যতম থাইল্যান্ডে আক্রান্ত আর মৃত্যুহীন আরেকটা দিন কাটলো। মহামারি শুরুর পর এনিয়ে তৃতীয়বার এমন সাফল্যের মুখ দেখলো দেশটি। জানুয়ারিতে মহামারি শুরুর পর থাইল্যান্ডে করোনায় মোট আক্রান্ত ৩ হাজার ৩৭ জন এবং মারা গেছে ৫৬ জন। বিবিসি।


স্থায়ীভাবে বাসায়
ইনকিলাব ডেস্ক : টুইটারসহ বিভিন্ন প্রযুক্তি জায়ান্ট ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, তাদের অনেক কর্মী লকডাউন শেষ হয়ে যাবার পরেও বাসা থেকে স্থায়ীভাবে কাজ করতে পারবে। এখন থেকে এই তালিকায় যুক্ত হলো ফেসবুক। বৃহস্পতিবার কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ এই ঘোষণা দেন । দ্য গার্ডিয়ান।


প্যাড সঙ্কট
ইনকিলাব ডেস্ক : লকডাউনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় স্যানিটারি প্যাড সঙ্কটে পড়েছে ভারতের কিশোরীরা। কারণ ভারতে স্কুল থেকেই কিশোরীরা স্যানিটারি প্যাড সংগ্রহ করতে পারে। প্রতিমাসে জনপ্রতি ১০ টি করে স্যানিটারি প্যাডে স্কুল থেকে দেয়া হয়। তবে স্কুল বন্ধ থাকায় আর সেগুলো পাচ্ছেন না। বিবিসি।


মালিতে নিহত ২০
ইনকিলাব ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ মালির দক্ষিণাঞ্চলে একটি মিনিবাসের চাকা বিস্ফোরিত হয়ে রাস্তায় উল্টে যায়। এ সময় বিপরীত দিক থেকে প্রচন্ড গতিতে আসা একটি লরির ধাক্কায় এটি দুমড়ে-মুচড়ে ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে পরিবহন মন্ত্রী জানান, রাজধানী বামাকো থেকে ৫০ কিলোমিটার পূর্বে নারিনা শহরের সংযোগ সড়কে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ