Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মে, ২০২০, ১২:০৫ এএম

প্রস্তুত হিজবুল্লাহ

ইনকিলাব ডেস্ক : ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের কবল থেকে জেরুজালেম ও আল-কুদস মুক্ত করাই ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন সংগঠনটির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা। আর এ লক্ষ্য বাস্তবায়নের জন্য তেলআবিব শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যেকেনো ধরনের যুদ্ধে জড়াতে হিজবুল্লাহ পুরোপুরি প্রস্তুত আছে বলে জানিয়েছেন তিনি। আল মায়েদিন টিভি।


লকডাউন উপেক্ষায়
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাসে মাথাপিছু মৃত্যুহারে যুক্তরাজ্য, ইতালি এবং বেলজিয়ামকে ছাড়িয়ে গেছে সুইডেন। বিশ্বে করোনায় মাথাপিছু মৃত্যুহার সুইডেনে এখন সর্বোচ্চ। লকডাউনের সিদ্ধান্তকে আমলে না নেয়ার প্রেক্ষিতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা ওয়েবসাইট অনুসারে, সুইডেনে প্রতিদিন ১ মিলিয়ন বাসিন্দার মধ্যে ৬ দশমিক শ‚ন্য ৮ জন মারা গেছে। দ্য স্টাফ।


কম্বোডিয়ায় প্রত্যাহার
ইনকিলাব ডেস্ক : ৬ দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কম্বোডিয়া। এর আগে যুক্তরাষ্ট্র, ইরান, ইতালি, জার্মানি, স্পেন এবং ফ্রান্সের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বুধবার রাতে কম্বোডিয়ার পক্ষ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। ফলে ওই ছয় দেশের নাগরিকরা আবারও কম্বোডিয়ায় ভ্রমণ করতে পারবেন। আল-জাজিরা।


তেহরানের প্রতিবাদ
ইনকিলাব ডেস্ক : ভেনিজুয়েলাগামী ইরানের তেল ট্যাংকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার যে হুমকি আমেরিকা দিয়েছে ইরানি রাষ্ট্রদূত প্রতিবাদ করে বলেন, ইরানি তেল ট্যাংকারগুলোর বিরুদ্ধে হুমকি সৃষ্টিকারী কোনো পদক্ষেপ নিলে তেহরান তার উপযুক্ত জবাব দেবে। সেক্ষেত্রে উদ্ভ‚ত পরিস্থিতির দায় আমেরিকাকে বহন করতে হবে বলে তিনি জানান। পার্সটুডে।


স্বাস্থ্যমন্ত্রী গ্রেপ্তার
ইনকিলাব ডেস্ক : বলিভিয়ান স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো নাভাহাস গ্রেফতার হয়েছেন। করোনাভাইরাস মহামারির মধ্যে ১৭০টি ভেন্টিলেটর কেনায় অনিয়মের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বুধবার বলিভিয়ান বিশেষ বাহিনীর প্রধান কর্নেল ইভান রোহাস এ খবর জানায়। সিএনএন।


জর্ডানে কারফিউ
ইনকিলাব ডেস্ক : কোভিড-১৯ রোগীর সংখ্যা বাড়তে থাকায় দেশজুড়ে তিনদিনের কারফিউ ঘোষণা করেছে জর্ডান। বুধবার এ কথা জানান স্টেট ফর মিডিয়া অ্যাফেয়ার্সের মন্ত্রী আমজাদ আদাইলেহ। কারফিউ কার্যকর হবে বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাত থেকে এবং শেষ হবে রোববার মধ্যরাতে। স্বাস্থ্য কর্মী ও জরুরি সেবা কারফিউ মুক্ত থাকবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ