এডিট করা যাবে পাঠানো মেসেজ! অতি প্রয়োজনীয় ফিচার আনছে হোয়াটসঅ্যাপ
অ্যাপেল কিংবা টেলিগ্রামের মতো অ্যাপগুলিতে মেসেজ পাঠিয়ে দেয়ার পরও তাতে কোনও ভুল থাকলে এডিট করা
করোনাভাইরাসের মধ্যে বাংলাদেশের জন্য এক সু-সংবাদ দিলো গুগল। টেক জায়ান্ট গুগল-এ যোগ দিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অফার লেটার পেয়েছেন বাংলাদেশের অনিক সরকার। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে গুগলের ইউরোপ অঞ্চলের প্রধান কার্যালয়ে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে যোগ দিতে অনিককে প্রস্তাব দিয়েছে গুগল।
সম্প্রতি গুগলের পক্ষ থেকে এমন অফার লেটার পেয়েছেন বলে নিজ ফেসবুক আইডিতে বিষয়টি জানিয়েছেন অনিক সরকার। অনিক জানান, গুগল ক্লাউড স্টোরেজ এর সফটওয়্যার রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেবেন তিনি।
জানা যায়, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন অনিক সরকার। সেখানেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক শেষে স্নাতকোত্তর পর্বে অধ্যয়নরত আছেন অনিক। একই সাথে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করছেন তিনি।
এর আগে চট্টগ্রামের কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজ থেকে যথাক্রমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেন অনিক সরকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।