মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের সহ-প্রতিষ্ঠাতা সেরগেই ব্রিন সম্প্রতি টেসলা প্রধান এলন মাস্কের বিভিন্ন কোম্পানিতে থাকা তার ব্যক্তিগত শেয়ার বিক্রি করার জন্য উপদেষ্টাদের নির্দেশনা দিয়েছেন। এলন মাস্কের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক ছিল, এমন কথা জানার পর এ নির্দেশ দেন সেরগেই ব্রিন। ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এ খবর জানিয়েছিল এনডিটিভি। তবে, সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সহ-প্রতিষ্ঠাতা এলন মাস্ক এক টুইটে সেরগেই ব্রিনের স্ত্রীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন। এ ছাড়া, ব্রিনের সঙ্গে তার বন্ধুত্ব অটুট আছে বলেও জানান এলন মাস্ক। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটি খারিজ করে মাস্ক টুইট করেছেন, ‘সেরগেই এবং আমি বন্ধু। গত রাতেও একসঙ্গে একটি পার্টিতে ছিলাম! আমি নিকোলকে তিন বছরে মাত্র দুবার দেখেছি, দুবারই আশেপাশের অনেক লোকের সঙ্গে। রোমান্টিক কিছুই নয়।’ এর আগে, এ ঘটনা সম্পর্কে জানেন এমন সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছিল, এলন মাস্ককে গত ডিসেম্বরের শুরুর দিকে মায়ামিতে সেরগেই ব্রিনের স্ত্রী নিকোল সানাহানের সঙ্গে দেখা যায়। এর জেরেই ইলন মাস্কের (৫১) সঙ্গে সেরগেই ব্রিনের (৪৮) দীর্ঘ দিনের বন্ধুত্বের অবসান ঘটে। পরে জানুয়ারিতে সানাহানের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ব্রিন। ২০০৮ সালের মন্দার সময় ব্রিন টেসলাকে সাহায্য করেছিলেন। দৈনিকটি জানিয়েছে, ডিসেম্বরে মাস্কের সঙ্গে সানাহানকে মায়ামির আর্ট ব্যাসেলে দেখা গিয়েছিল। পরে এক অনুষ্ঠানে এর জন্য ব্রিনের কাছে ক্ষমাও চান মাস্ক। বর্তমানে বিবাহবিচ্ছেদ কার্যকর করা নিয়ে ব্রিন ও সানাহানের আলোচনা চলছে। বিবাহবিচ্ছেদের জন্য ১০০ কোটি ডলার চেয়েছেন ব্রিনের স্ত্রী সানাহান। রয়টার্স, এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।