বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশিষ্ট আলেমে দ্বীন, মুন্সিগঞ্জ হরগঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক মাওলানা মোবারক আলী গতকাল বুধবার রাত ৯.৫০ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮০ ।তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এবং দীর্ঘ দিন থেকে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। ইসলাম সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী মাওলানা মোবারক আলী সুকন্ঠী ও সুবক্তা ছিলেন। তিনি জমঈয়তের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. আল্লামা আবদুল বারীর ঘনিষ্ঠ সহচর ছিলেন।
মাওলানা মুবারক আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান জমঈয়তের সাবেক সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক একেএম শামসুল আলম ও জমঈয়ত সেক্রেটারী মাওলানা শহীদুল্লাহ খান মাদানী।
উল্লেখ্য, গত ১৫ মে সকাল ৬টায় জমঈয়তের আরেক সাবেক সভাপতি ও বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ব্যুরো, ব্যানবেইসের সাবেক পরিচালক অধ্যাপক ড. মুহাম্মাদ ইলিয়াস আলী এবং একই দিন বিকাল ৬টায় পশ্চিম বাংলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি হাফিজ আইনুল বারী আলীয়াভী ইন্তেকাল করেন। ১৯৬০ সালে প্রথম বাংলা একাডেমী সাহিত্য পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক আল্লামা আবদুল্লাহেল কাফী আল কুরাইশী কর্তৃক ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত এই দ্বীনি সংগঠনের নেতৃত্রয়ের সমসাময়িক মৃত্যুতে আহলেহাদীস সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।