Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমফান পরিয়েছে শিকল!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মে, ২০২০, ১২:০২ এএম

ঘূর্ণিঝড় আমফানের ক্ষয়ক্ষতি এড়াতে ভারতের পশ্চিমবঙ্গের রেলওয়ে অভিনব উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যেই বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিগুলোর চাকা শিকল দিয়ে রেললাইনের সাথে বেঁধে ফেলা হয়েছে।
গত মঙ্গলবার বিকালেই রেলওয়ের লোকজন শিকল বাঁধার কাজটি করে রেখেছেন। লকডাউনের জেরে গত ২৫ মার্চ থেকেই পুরোপুরি স্তব্ধ রেল সেবা। এর মধ্যে ঘূর্ণিঝড়ে ক্ষতির আশঙ্কায় রেলওয়ে ওই উদ্যোগ নিয়েছে।

পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলওয়ের হাওড়া, শিয়ালদহ ডিভিশনের বহু স্টেশনেই দাঁড়িয়ে থাকা ট্রেনগুলির চাকা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। কেন ট্রেনের চাকা শিকল দিয়ে বাঁধা হয়েছে? রেল কর্তৃপক্ষের ব্যাখ্যা, দাঁড়িয়ে থাকা ট্রেনগুলি ঝড়ের দাপটে কোনও কারণে নিজের অবস্থান থেকে সরে গেলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। তাই আগাম সতর্কতা হিসাবে ট্রেনের চাকাগুলি বেঁধে রাখা হয়েছে। সূত্র : মহানগর২৪ডটকম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড়

২৬ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ