বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লা-৬ আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আকম বাহাউদ্দিন বাহার বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বর্তমানে আমরা তথা বিশ্ববাসী এক কঠিন সময় অতিক্রম করছে। বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের থাবা থেকে আমাদের কবে সম্পূর্ণ মুক্তি মিলবে তা নিশ্চিত করে বলা মুশকিল।
আমরা যদি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে না চলি, বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাই তবে করোনা মোকাবিলার এই কঠিন সময়ে লাশের মিছিল বাড়বে, ঘর থেকে কাঁধে করে লাশ নিয়ে বেরুতে হবে। ইনশাল্লাহ, বঙ্গবন্ধুর সোনার বাংলায় জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে করোনা যুদ্ধের এই দুর্যোগ সময়ে কুমিল্লার একটি পরিবারও অভুক্ত থাকবে না।
গতকাল বুধবার দুপুরে কুমিল্লা নগরীর স্টেডিয়ামের জিমনেশিয়ামে আয়োজিত কুমিল্লা আদর্শ সদর উপজেলার সাড়ে চার হাজার কর্মহীন ও হতদরিদ্র পরিবারকে ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা হিসেবে ৭৭ টন খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি বাহার এসব কথা বলেন। আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল ফজল মীর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।