Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘দর্শক ছাড়া প্রতিটি মিনিট অনেক দীর্ঘ’

এ যেন বুড়োদের ফুটবল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ মে, ২০২০, ১২:০১ এএম

দর্শকশ‚ন্য স্টেডিয়ামে খেলাটা একেক জনের মনে একক অনুভ‚তির জন্ম দিচ্ছে। বায়ার্ন মিউনিখের গোলরক্ষক মানুয়েল নয়ারের কাছে যেমন মাঠের প্রতিটি মিনিট মনে হয়েছে দীর্ঘ। তার সতীর্থ টমাস মুলারের মনে হয়েছে, এটা যেন ‘বুড়োদের ফুটবল’।
কোভিড-১৯ মহামারীর কারণে দুই মাসেরও বেশি সময় পর অনেক নিয়মের ঘেরাটোপে শনিবার মাঠে ফেরে জার্মান বুন্দেসলিগা। পরের দিন মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ইউনিয়ন বার্লিনকে ২-০ গোলে হারানোর পর দর্শকশ‚ন্য মাঠে খেলার অনুভ‚তির কথা জানান মুলার, ‘মনে হয়েছিল আবহ অনেকটা সন্ধ্যা সাতটায় ফ্লাডলাইটের আলোয় হওয়া বুড়োদের ফুটবলের মত, তবে বল গড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের খেলায় মন বসে যায়।’
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে বুন্দেসলিগাই মাঠে ফিরল সবার আগে। স্বাস্থ্য সুরক্ষা মেনে দর্শকশ‚ন্য স্টেডিয়ামে কঠোর নিয়মের মধ্যে হচ্ছে খেলা। বাড়তি সতর্কতা হিসেবে কোচ-খেলোয়াড়দেরকে পরস্পরকে আলিঙ্গন করা, এমনকি করমর্দন না করতে বলা হয়েছে। দীর্ঘ বিরতির পর এত সব নিয়মের মাঝে আবার মাঠে নামার শুরুর অনুভ‚তিটাও মুলারের কাছে অন্যরকম ছিল, ‘ম্যাচ শুরুর আগে কিছুটা স্নায়ুচাপে ভুগছিলাম। ভাবছিলাম, সবকিছু কেমন হবে, কিভাবে এগোবে। অনেকটা অগাস্টে মৌসুমের প্রথম ম্যাচের মতো। ভুল কিছু হতে পারে, সেসব নিয়ে উদ্বিগ্ন ছিলাম না। কারণ আগেই আমাদের সবকিছু বুঝিয়ে বলা হয়েছিল।’
মাঠে তবে নেই সেই চিরচেনা ঝাঁঝ। মাঠে দর্শক ঢোকা তো নিষিদ্ধই, সাইড বেঞ্চে খেলোয়াড়দের বসতে হচ্ছে সামাজিক দ‚রত্ব বজায় রেখে, মুখে মাস্ক পরে। এমনই এক দিনে জয়ের পর বায়ার্ন অধিনায়ক নয়ার জানান তার অনুভ‚তি, ‘আমরা ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরে এবং তিন পয়েন্ট পেয়ে খুশি। দর্শক ছাড়া ম্যাচে শেষ বাঁশি বাজা পর্যন্ত মিনিটগুলো অনেক দীর্ঘ।’
টানা অষ্টম লিগ শিরোপা জয়ের পথে চার পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন। ২৬ ম্যাচে ১৮ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ৫৮। বরুশিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৫৪।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দর্শক

৩১ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ