Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ১২:০১ এএম

৪৯ অভিবাসী উদ্ধার 

ইনকিলাব ডেস্ক : আটলান্টিক মহাসাগর থেকে ৪৯ অভিবাসীকে উদ্ধার করেছে স্প্যানিশ কোস্ট গার্ড। উদ্ধারকৃতদের সবাই পুরুষ এবং ৩৫ জনই অপ্রাপ্তবয়স্ক। তারা প্রায় সবাই সাব-সাহারা আফ্রিকার নাগরিক বলেও নিশ্চিত করা হয়। রবিবার তাদের গ্র্যান্ড ক্যানেরিয়া দ্বীপে নিয়ে আসা হয়। রয়টার্স।

আফগানিস্তানে নিহত ৭
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনিতে গোয়েন্দা সংস্থার স্থাপনা লক্ষ্য করে চালানো গাড়ি বোমা হামলায় অন্তত সাত জন নিহত হয়েছেন। সোমবার সকালের এ ঘটনায় আরও ৩২ জন আহত হয়েছেন বলে গজনির গর্ভনরের মুখপাত্র ওয়াহিদুল্লাহ জুমাজাদা জানিয়েছেন। হতাহতদের অধিকাংশই গোয়েন্দা সংস্থার লোক বলে নিশ্চিত করেছেন তিনি। ডন।


ওসাকায় আক্রান্ত নেই
ইনকিলাব ডেস্ক : জাপানের তৃতীয় বৃহত্তম শহরে রোববার করোনাভাইরাসে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। ৯ মার্চের পর এই শহরে প্রথমবার আক্রান্তের হার শূন্য। শহরে এখন পর্যন্ত ১ হাজার ৭৭০ জন আক্রান্ত হয়েছে করোনায়। রাজধানী টোকিওতে রোববার নতুন ৫ জন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে। রয়টার্স।


তানজানিয়ায় প্রত্যাহার
ইনকিলাব ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি রোববার চার্চে দেয়া এক বক্তৃতায় লকডাউন প্রত্যাহার করার ঘোষণা দেন। তিনি বলেন, যে অবস্থা দেখছি তা যদি অব্যাহত থাকে, তবে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেবার পরিকল্পনা রয়েছে আমার, যাতে ছাত্রছাত্রীরা তাদের পড়াশুনা চালিয়ে যেতে পারে।রয়টার্স।


কানাডায় অনুমোদন
ইনকিলাব ডেস্ক : প্রথমবারের মতো কানাডার নিজস্ব বিজ্ঞানীদের তৈরি করোনাভাইরাসের সম্ভাব্য একটি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দেয়া হয়েছে। শনিবার দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসে ওই ভ্যাকসিনটির অনুমোদনের ঘোষণা দেন। ট্রুডো বলেছেন, গবেষণা এবং উদ্ভাবনে সময়ের দরকার হয়। সিবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ