মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফের কারফিউ
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাসের বিস্তার রোধে জারি করা লকডাউন কিছুদিন আগে শিথিল করলেও ছুটির দিনে ভিড় কমাতে আবারও কারফিউ জারি করেছে শ্রীলঙ্কা। শনিবার মধ্যরাত থেকে দেশটিতে শুরু হয়েছে ২৪ ঘণ্টার এ কারফিউ। করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আসায় গত সপ্তাহে প্রায় দুই মাস পর লকডাউন শিথিলের ঘোষণা দেয় লঙ্কান সরকার। আল-জাজিরা।
স্পষ্ট করার আহবান
ইনকিলাব ডেস্ক : ইরানের পরমাণু সমঝোতায় নিজের অবস্থান স্পষ্ট করার জন্য আমেরিকার প্রতি আহবান জানিয়েছে রাশিয়া। একইসঙ্গে মস্কো বলেছে, ওয়াশিংটন যেন মনোযোগ সহকারে পরমাণু সমঝোতা পড়ে দেখে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ আহবান জানিয়েছ্নে। পার্সটুডে।
ক্ষেপণাস্ত্র শক্তি
ইনকিলাব ডেস্ক : ইরান মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাজার হাজার টন গ্যাসোলিন রপ্তানি করছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায়। ইরানের তেল রপ্তানির পুরো কার্যক্রমকে মূলত সুরক্ষা দিচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ব্যবস্থা। অন্তত পাঁচটি ট্যাংকারে করে ভেনিজুয়েলায় ইরানি তেল নেয়া হচ্ছে। পার্সটুডে।
গুলির নির্দেশ
ইনকিলাব ডেস্ক : হাসপাতাল বা আইসোলেশন সেন্টার থেকে প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী পালানোর চেষ্টা করলেই তাকে গুলি করে হত্যার অনুমতি দিয়েছে নেপালের একটি জেলার স্থানীয় সরকার। এখন পর্যন্ত ২৬৭ জন করোনায় আক্রান্ত এবং একজন মৃত্যুবরণ করেছেন। দ্য হিমালয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।