Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মাগুরায় বজ্রপাতে দুই কৃষক ও গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার, মাগুরা : | প্রকাশের সময় : ১৭ মে, ২০২০, ১২:০৩ এএম

মাগুরায় বজ্রপাতে দুই কৃষক ও এক গৃহবধূসহ মৃত্যু হয়েছে ৩ জনের, আহত হয়েছে আরো ৩ জন। মাগুরার মহম্মদপুরে বজ্রপাতে কাওছার শেখ (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে মহম্মদপুর উপজেলা সূর্যকুন্ডু গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে মাগুরার শালিখা উপজেলার দক্ষিণ শরুশুনা গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম মিজানুর রহমান খাঁন, বয়স (৫৫) বছর। এলাকাবাসী জানায়, বিকাল ৪টার দিকে তিনি তার কৃষি জমিতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। অপর এক বজ্রপাতের ঘটনায় মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের দারিয়াপুরে বেদেনা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়। তার স্বামী আশরাফুল আলম জানান, বিকালে বাড়ির পাশে মাঠে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
এছাড়া মাগুরা সদরের জাগলা ল²ীপুরে ঝড়ে গাছ পড়ে এক পথচারী আহত হয়। অন্যদিকে কুচিয়ামোড়া ইউনিয়নের চাপড়ায় বজ্রপাতে এক কৃষক আহত হয়। তাদেরকে উদ্ধার করে দমকলবাহিনীর সদস্যরা চিকিৎসার জন্য মাগুরা ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ