Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীন যা দেবে তা-ই দেবে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০২০, ১২:০৩ এএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) অনুদান বাতিলের ঘোষণা থেকে সরে আসছে যুক্তরাষ্ট্র। একটি খসড়া চিঠিকে উদ্ধৃত করে ফক্স নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, জাতিসংঘের বিশেষায়িত সংস্থাকে আংশিক অনুদান দেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। অবশ্য আগের মতো সর্বাধিক অনুদান দিচ্ছে না যুক্তরাষ্ট্র। চিঠির বিবৃতি দিয়ে ফক্স নিউজ ছেপেছে, ‘পুনর্মূল্যায়ন করে চীন যে আর্থিক সাহায্য দিতে চেয়েছে, সেই পরিমাণ অনুদান দিতে রাজি’ ট্রাম্প প্রশাসন। করোনাভাইরাস নিয়ে চীনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে ১৪ এপ্রিল ডব্লিউএইচওকে আর্থিক সাহায্য বন্ধ করার ঘোষণা দেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা এ অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং এই প্রতিষ্ঠানকে নিরপেক্ষ হিসেবে জোরালো সমর্থন দেয় চীন। ডব্লিউএইচওর সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র। প্রতি বছর তারা ৪০ কোটি ডলার দিতো। ফক্স নিউজের রিপোর্ট অনুযায়ী আমেরিকা যদি চীনের সমপরিমাণ আর্থিক সাহায্য দেয় তাহলে তার পরিমাণ আগের তুলনায় এক-দশমাংশে দাঁড়াবে। জাতিসংঘের সংস্থাকে এতদিন ৪ কোটি ডলার অনুদান দিয়ে এসেছে চীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ