মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
৪ মেয়র আটক
ইনকিলাব ডেস্ক : কুর্দি বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে তুরস্কের উত্তর-পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চল থেকে ৪ মেয়রকে শুক্রবার আটক করা হয়েছে। পিপলস ডেমোক্র্যাটিক পার্টির এই মেয়রদের তাদের বাড়ি থেকেই আটক করা হয়। আল-আরাবিয়া।
বিজ্ঞাপন উধাও
ইনকিলাব ডেস্ক : বিজ্ঞাপনে ভরা টোকিওর স্টেশনগুলোর বিলবোর্ড ও ট্রেনগুলো এখন ফাঁকা। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে মানুষ ঘরে থাকায় বিজ্ঞাপনের কার্যকারিতা নেই বললেই চলে। আর তাই, বিজ্ঞাপনদাতারা প্রচার কার্যক্রম স্থগিত করছেন। মহামারীর কারণে বিজ্ঞাপন শিল্পে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জাপান টাইমস।
ভ্রমণ শিথিল ইতালিতে
ইনকিলাব ডেস্ক : ইতালি সরকার সম্প্রতি এক ডিক্রি জারি করে যাতে আগামী ৩ জুন থেকে ভ্রমণে কড়াকড়ি তুলে নেয়া হচ্ছে। দেশজুড়ে লকডাউন শিথিল করা হয়েছে। এরই অংশ হিসেবে একের পর এক নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে। নতুন এই পদক্ষেপের ফলে ইতালিতে প্রবেশের অনুমতি পাবেন ভ্রমণকারীরা। রয়টার্স।
নতুন নিষেধাজ্ঞা
ইনকিলাব ডেস্ক : হুয়াওয়ের ওপর নতুন নিষেধাজ্ঞা এনেছে যুক্তরাষ্ট্র। জাতীয় নিরাপত্তার শঙ্কায় এই নিষেধাজ্ঞা আনা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসন শুক্রবার হুয়াওয়ের একটি সেমিকন্ডাক্টরের চালানে নিষেধাজ্ঞা আরোপ করেছে। নতুন নিষেধাজ্ঞার আওতায় সেমিকন্ডাক্টর নির্মাণকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র সরকারের অনুমতি ছাড়া হুয়াওয়েকে সেমিকন্ডাক্টর দিতে পারবে না। সিএনএন।
এফ-২২ বিধ্বস্ত
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সামরিক প্রশিক্ষণের সময় একটি এফ-২২ স্টিথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে শুক্রবার ওই যুদ্ধবিমানটি ফ্লোরিডার অ্যাংলিন বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর ১২ মাইল দূরে গিয়ে বিধ্বস্ত হয়। অত্যাধুনিক এই যুদ্ধবিমানের প্রতিটির দাম ১৪৩ মিলিয়ন ডলার। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।