Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অণুনিবন্ধ

সবার মতামতকে শ্রদ্ধা করা দরকার

মো. ইয়ামিন খান | প্রকাশের সময় : ১৭ মে, ২০২০, ১২:০৩ এএম

সরকার আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, ডাক্তার, নার্সদের দিয়ে জনগণকে কোভিড ১৯ এর বিরুদ্ধে সচেতন করার চেষ্টা করছে; দুস্থদের জন্য ব্যাপক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, ডাক্তার, নার্সদের জন্য ব্যাপক পিপিই’র ব্যবস্থা করেছে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য, যেসকল কাজ অবশ্যই প্রশংসাযোগ্য। ঠিক একইভাবে সরকারের এ কাজগুলো পর্যবেক্ষণ করার জন্য জনগণের নজরদারী প্রয়োজন। এই নজরদারীর কাজগুলো করে জনগণের প্রতিনিধি হিসেবে সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, সমাজ সংস্কারকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পর্যবেক্ষণ করা, মতামত প্রকাশ করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। এ জন্য সাংবাদিক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, লেখকদের মতামত প্রকাশের স্বাধীনতা দরকার। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে সম্প্রতি কিছু সাংবাদিক, অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে তাদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে। এতে সরকারের মহৎ উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। সরকার মনে করছে সম্প্রতি কোভিড-১৯ মোকাবেলার সময়ে যেখানে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন সেখানে একটি চিহ্নিত গোষ্ঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। বাস্তবতা হচ্ছে কোভিড-১৯ মোকাবেলা করতে গিয়ে যেখানে বিভিন্ন অসঙ্গতি তৈরি হচ্ছে, যেখানে বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলার, চেয়ারম্যান, মেম্বারসহ জনপ্রতিনিধিগণ সরকারি চাল আর ত্রাণ চুরির সাথে জড়িয়ে যাচ্ছেন, যেখানে কৃষকদের মাঠে কাজ করার কথা সেখানে সরকারের বিভিন্ন এমপি-মন্ত্রী, দলের বিভিন্ন নেতা-কর্মীরা ধান কেটে মিডিয়ায় দেখাচ্ছেন, তারা এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছবি আপলোড করছেন, পোস্ট দিচ্ছেন। এগুলো নিয়ে যখন সাংবাদিক, লেখক, চিন্তাশীল ব্যক্তিরা সত্য কথাগুলো উপস্থাপন করেন, লেখালেখি করেন বা মত প্রকাশ করেন তখন হয়ে যায় সরকার বিরোধিতা, হয়ে যায় গুজব। বর্তমান সরকারের যেখানে উচিৎ ছিল বিভিন্ন ব্যক্তি, জনগণের সমালোচনাগুলো থেকে শিক্ষা নিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে করোনা মোকাবেলা করার; এই মহৎ কাজে যারা সরকারকে সহযোগিতা করতে চেয়েছিল তা না করে বেশ কয়েকজনকে বাসা থেকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাই মানুষের বাক স্বাধীনতা রক্ষা করতে হলে ডিজিটাল নিরাপত্তা আইনের অসঙ্গতিপূর্ণ কিছু ধারা পরিবর্তনসহ সকল ঔপনিবেশিক আইনকানুনের যুগোপযোগী সংস্কার করার দরকার। পাশাপাশি সবার মতামতকে শ্রদ্ধা করা দরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অণুনিবন্ধ

১৭ মে, ২০২০
১৪ মে, ২০২০
১ মে, ২০২০

আরও
আরও পড়ুন