মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শঙ্কা নিয়েই চালু
ইনকিলাব ডেস্ক : রেড জোন হলেও শঙ্কা নিয়েই পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় চলছে সরকারি বাস। সেখানে নিয়ন্ত্রিতভাবে গণপরিবহণ চালুর দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার। এর ফলে করোনা সংক্রমণ আরও বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ভারত জুড়ে লকডাউনের কারণে বন্ধ রয়েছে গণপরিবহণ। এবিপি।
পাইকারি বাজারেই
ইনকিলাব ডেস্ক : ভারতের তামিলনাড়ুর একটি পাইকারে বাজারের দোকানদার-খরিদ্দার এবং তাঁদের সংস্পর্শে আসা সবার করোনা টেস্ট করা হয়েছিল। তাতে ২৬০০ জনের রিপোর্ট পজিটিভ। সব মিলিয়ে টেস্ট করা হয়েছিল প্রায় ২ লক্ষ ৬০ হাজার জনের। এখনো আরও অনেকের টেস্টের রিপোর্ট আসা বাকি রয়েছে। তাতে সংখ্যাটা যে আরও বাড়বে, তা নিশ্চিত। এবিপি।
ফের সশস্ত্র বিক্ষোভ
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে লকডাউন প্রত্যাহারের দাবিতে আবারও সশস্ত্র বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবারের এই সশস্ত্র বিক্ষোভ গত এক মাসের মধ্যে তৃতীয় আয়োজন। বিক্ষোভকারীরা ডেমোক্র্যাট গভর্নর গ্রেচেন হুইটমারের জারি করা ঘরে থাকার আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। এনবিসি নিউজ।
৩০ লাখ পরীক্ষা
ইনকিলাব ডেস্ক : উহানে নতুন করে আক্রান্ত শনাক্ত হওয়ার পর শহরটির ১ কোটি ১০ লাখ বাসিন্দাকে পরীক্ষার ঘোষণা দিয়েছিল চীন। শুক্রবার কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে ৩০ লাখ বাসিন্দার পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিক পর্যায়ে থাকা এ পরিকল্পনার আওতায় দশ দিনের মধ্যে বাকি পরীক্ষা সম্পন্ন হবে। সিনহুয়া, রয়টার্স।
মুম্বাইয়ে অসহায়
ইনকিলাব ডেস্ক : মুম্বাইয়ের হাসপাতালগুলোতে বেড়েই চলেছে করোনা রোগীদের ভর্তির সংখ্যা। তিনটি ৫০০ বেডের হাসপাতাল এরই মধ্যে রোগী ভর্তি নেয়ার জায়গা নেই। সামাজিক দূরত্বও রাখা যাচ্ছে না। রোগী ভর্তির চাপ বাড়তে থাকায় অসহায় হয়ে পড়েছে হাসপাতালগুলো। মুম্বাইয়ের সরকারি হাসপাতালে অবস্থিত ২৫০টি ভেন্টিলেটরের প্রতিটিই এখন ব্যবহৃত। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।