Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

অস্ত্র বিক্রি করলে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে : চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ১২:০৫ এএম

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করার ব্যাপারে ফ্রান্সকে সতর্ক করেছে চীন। দেশটি বলেছে, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করলে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। তাইওয়ানের ওপর সার্বভৌমত্ব দাবি করে আসছে চীন। বিশ্বের প্রায় সব দেশ ‘এক চীন নীতি’কে স্বীকৃতি দেয় এবং তাইওয়ানের ওপর চীনের সার্বভৌমত্বকে স্বীকার করে। তাইওয়ান বেশিরভাগই আমেরিকার কাছ থেকে অস্ত্র কেনে তবে ১৯৯১ সালে ফ্রান্সের কাছ থেকে ৬টি ফ্রিগেট কিনেছিল। এছাড়া, ১৯৯২ সালে ফ্রান্সের কাছ থেকে ৬০টি মিরেজ জঙ্গিবিমান কিনেছিল। এসব ঘটনায় চীন ফ্রান্সের ওপর ক্ষুব্ধ হয়। গতমাসে তাইওয়ান ঘোষণা করেছে, তারা ফ্রান্সের কাছ থেকে জাহাজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার যন্ত্রপাতি কিনবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, তাইওয়ানের কাছে যেকোনো ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির বিরোধিতা করে তার দেশ। তিনি বলেন, “আমরা আশা করি এক চীন নীতি মেনে চলবে ফ্রান্স ও তাইওয়ানের কাছে কোনো অস্ত্র বিক্রি করবে না।” সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ