Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মে, ২০২০, ১২:০৫ এএম


তীব্র নিন্দা
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের কাবুলের একটি হাসপাতালের প্রসূতি বিভাগ ও পূর্বাঞ্চলের নানগরহর এলাকায় এক দাফন অনুষ্ঠানে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কাউন্সিল। হামলায় হাসপাতালের প্রসূতি বিভাগে নারী, শিশু ও সেবিকাসহ ২৪ জনের মৃত্যু হয়েছে। সিনহুয়া।


ব্রাজিলে নতুন রেকর্ড
ইনকিলাব ডেস্ক : ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বুধবার দেশটিতে দৈনিক করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। ২৪ ঘণ্টায় ১১ হাজারের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। মহামারি শুরুর পর ব্রাজিলে একদিনে সর্বোচ্চ ১১ হাজার ৩৮৫ জনের আক্রান্তের রেকর্ড হলো। একই দিন আরো ৭৪৯ জনের মৃত্যুর খবর দিয়েছে কর্তৃপক্ষ। রয়টার্স।


টাইফুন ভংফং
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাসের প্রার্দুভাবের মধ্যে এবার প্রাকৃতিক বিপর্যয় টাইফুনের মুখে পড়তে যাচ্ছে এশিয়ার দেশ ফিলিপাইন। ক্যাটাগরি ৩ মাত্রার শক্তির টাইফুনটির প্রভাবে এরইমধ্যে উপক‚লীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। ঝড়ের প্রভাবে প্রবল বষর্ণে বন্যা, ভূমিধসের ঘটনাও ঘটতে পারে। হতে পারে বিদ্যুৎ
বিচ্ছিন্ন। রয়টার্স।


৫০ হাজার বিয়ে
ইনকিলাব ডেস্ক : ইতালিতে নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রায় ১৭ হাজার বিয়ের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আগামী মাসগুলোতে এ সংখ্যা বেড়ে ৫০ হাজার পর্যন্ত হতে পারে। ইতালিতে বিয়ের অনুষ্ঠান বিশেষ করে দক্ষিণ ইতালিতে বেশ জাঁকজমকভাবে নিজস্ব সংস্কৃতিতে উদযাপন করা হয়ে থাকে। আর থাকে একাধিক ইভেন্ট প্ল্যানার প্রতিষ্ঠান। ইনিউজ বেতার।


পাইলট নিহত
ইনকিলাব ডেস্ক : ইন্দোনেশিয়ায় করোনার টেস্ট কিট বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে এক মার্কিন পাইলট নিহত হয়েছেন। ওই পাইলট করোনাভাইরাসের টেস্ট কিট নিয়ে যাচ্ছিলেন। কোডিয়াক বিমান নিয়ে ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের সেনটানি বিমানবন্দর থেকে স্থানীয় সময় মঙ্গলবার যাত্রা করেছিলেন জয়েস লিন (৪০) নামের এই নারী পাইলট। বিবিসি।


অস্বীকার ইরানের
ইনকিলাব ডেস্ক : পারস্য উপসাগরে সামরিক কসরতের সময় নৌবাহিনীর ফ্রেন্ডলি ফায়ারে নিজেদের আরেকটি সামরিক সহায়ক জাহাজ ধ্বংসের কথা অস্বীকার করেছে ইরানের সেনাবাহিনী। খবরে বলা হচ্ছে, সেনাবাহিনী দাবি করছে এটি দুর্ঘটনা, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ইয়েনি শাফাক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ