পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রাণঘাতি মহামারী করোনাভাইরাসের সংক্রমণ সারাদেশেই ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গতকাল বুধবার পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৮২২ জন। এর মধ্যে করোনার সংক্রমণে মৃত্যুবরণ করেছেন ২৬৯জন। তবে এর বাইরেও অনেকেই করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টোর ফর জেনোসাইড স্টাডিজ বিভাগের বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও) টিম দাবি করেছে মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশে করোনা উপসর্গ নিয়ে ৯২৯ জনের মৃত্যু হয়েছে। বিপিও টিম দেশের কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরের তথ্য সংগ্রহ করে মূলত এই সংখ্যার কথা বলেছে। বিভিন্ন এনজিও থেকে গবেষণা প্রতিষ্ঠানগুলো এভাবে তথ্য সংগ্রহ করে ধর্ষণসহ নানা ধরনের সামাজিক অসঙ্গতির প্রতিবেদন তৈরি করে।
সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের করোনা সংক্রান্ত এই প্রতিবেদনে বলা হয়েছে, উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে ২১০ জন ঢাকা বিভাগের, ১৬৭ জন চট্টগ্রাম বিভাগের, ১১০ জন খুলনা বিভাগের, ৮৭ জন রাজশাহী বিভাগের, ৮৪ জন বরিশাল বিভাগের, ৬৬ জন সিলেট বিভাগের এবং ৬৫ জন রংপুর বিভাগের বাসিন্দা।
বিশ্বের বিভিন্ন দেশে ঘটে যাওয়া জেনোসাইড নিয়ে গবেষণা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় এই সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ বিভাগ। দক্ষিণ এশিয়ায় এই ধরনের প্রতিষ্ঠান আর নেই। ইউএনডিপি ফান্ডের অধীনে এই বিভাগের গবেষণায় সাহায্য করে থাকে বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও) টিম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।