Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০২০, ১২:০৩ এএম

মদ্যপান নিষিদ্ধ 

ইনকিলাব ডেস্ক : প্যারিসের সেইন্ট-মার্টিন খাল ও সেইন নদীর তীরে মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে। আট সপ্তাহের লকডাউন শিথিল করা উদযাপন করতে অসংখ্য মানুষ জড়ো হলে পুলিশ জোর করে তাদেরকে সরিয়ে দেয়। এরপরই প্যারিস কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা জারি করেছে। প্রায় দুই মাস বারান্দা, উঠান ও বাগানে আটকে পড়া প্যারিসবাসী সোমবার সন্ধ্যায় উদযাপন করতে বের হন। দ্য গার্ডিয়ান।


বড় দানবাক্স
ইনকিলাব ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের বুর্জ খলিফা এখন রূপ নিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় দানবাক্সে। দরিদ্রদের অর্থ সহায়তার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। কম আয়ের মানুষদের খাবার দেয়ার উদ্দেশ্যে বুর্জ খলিফাকে দান বাক্সের নকশায় সাজানো হয়। যার মাধ্যমে দরিদ্রদের জন্য অর্থ উত্তোলনের প্রচারণা চালানো হচ্ছে। ওয়েবসাইট।


আজীবন ঘরে বসে
ইনকিলাব ডেস্ক : আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের একজন কর্মী হয়ে থাকেন তাহলে আপনার জন্য সুখবর। তা হলো, আপনাকে আর গাড়িতে করে রাস্তার ভিড় ঠেলে অফিসে যেতে হবে না। ঘরে বসেই অফিসের সব কাজ করে দিতে পারবেন। ও হ্যাঁ, মাস শেষে আপনার বেতন চলে আসবে আপনার একাউন্টে। বিবিসি।


চাপ কমাতে
ইনকিলাব ডেস্ক : করোনার কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় চাপ কমাতে নতুন কিছু নিয়ম করেছে চীনের শিক্ষা মন্ত্রণালয়। প্রাইমারি এবং মাধ্যমিক স্কুলে কী শেখানো যাবে, আর কী শেখানো যাবে না এমন একটি তালিকা করে দিয়েছে চীন সরকার। গত দশ বছর ধরে এই তালিকা প্রণয়নের চেষ্টা চলছিল। সাউথ চীনা মর্নিং পোস্ট।


ইসরাইলি সেনা হত্যা
ইনকিলাব ডেস্ক : পাথর ছুঁড়ে এক ইসরাইলি সেনাকে হত্যা করেছে ফিলিস্তিনিরা। বিতর্কিত পশ্চিম তীরে সৃষ্ট এক সংঘর্ষে এ ঘটনা ঘটে। অঞ্চলটির জেনিন শহরে অবস্থান করছিল ইসরাইলি সেনারা। সেসময় স্থানীয় ফিলিস্তিনিরা তাদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। এতে ওই সেনা গুরুতর আহত হন ও পরে তিনি মারা যান। রয়টার্স।


ভুতুড়ে নির্বাচন
ইনকিলাব ডেস্ক : পোল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার টার্নআউট ছিল ০ শতাংশ! করোনাভাইরাসের কারণে পোলিং স্টেশনগুলো বন্ধ থাকলেও ভোট আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়নি। ফলে এই অদ্ভুতুড়ে অবস্থা সৃষ্টি হয়েছে। এই নির্বাচন হবে নাকি বাতিল হবে, তা নিয়ে কয়েক সপ্তাহ ধরে আইনি জটিলতা চলছিল। গার্ডিয়ান।


প্রশিক্ষণের সময়
ইনকিলাব ডেস্ক : যুদ্ধক্ষেত্রের বাইরে মার্কিন সেনাদের মৃত্যুর হার অনেক বেড়ে গেছে। ২০১৫ সালের পর থেকে প্রতি বছরই যুদ্ধক্ষেত্রে যে সংখ্যায় মার্কিন সেনা মারা যাচ্ছে তার চেয়ে বেশি মারা যাচ্ছে যুদ্ধের বাইরে। মার্কিন কংগ্রেসে জমা দেয়া একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, শতকরা ২১.৯ ভাগ সক্রিয় মার্কিন সেনা সদস্যের মৃত্যু হয়েছে বিভিন্ন রকমের দুর্ঘটনায়। সিএনএন।


মিয়ানমারের অবৈধ শ্রমিক
ইনকিলাব ডেস্ক : মালয়েশিয়ার ১১টি আটক কেন্দ্রে থাকা মিয়ানমারের প্রায় ৪০০ নাগরিককে সোমবার বহিষ্কার করা হয়েছে। এরা অবৈধভাবে দেশটিতে অবস্থান করছিলো বলে মিয়ানমারের পররাষ্ট্র দফতর জানায়। মালয়েশিয়ার কারাগারগুলোতে ৩৯১ অবৈধ মিয়ানমার শ্রমিক আটক ছিলো। দ্য ইরাবতি।


নিষেধাজ্ঞা চীনের
ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ার চার বৃহৎ প্রতিষ্ঠান থেকে গরুর মাংস আমদানিতে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক তদন্ত দাবির মধ্যেই মঙ্গলবার এমন নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ