Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উহানের পর এবার জিলিন শহর করোনার উচ্চ ঝুঁকিতে : ভাইস মেয়র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০২০, ৪:২০ পিএম

চীনের উত্তর-পূর্বাঞ্চলের জিলিন প্রদেশের সাবেক রাজধানী জিলিন শহর স্থানীয়ভাবে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে’ আছে বলে সতর্কতা জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (১৩ মে) সকালে এ শহরে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ঘটনাকে জিলানে ব্যাপক আকারে করোনা ছড়িয়ে পড়তে পারে তার আভাস হিসেবে দেখা হচ্ছে।

শহরটি করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে আছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভাইস মেয়র গাই দনপিং। বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জিলানে করোনার সংক্রমণ রোধে কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন গাই দনপিং। এরই মাঝে শহরে থেকে বের হওয়ার ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

নতুন করে করোনা সংক্রমণের ঝুঁকিতে আছে চীন। কর্তৃপক্ষের ব্যাপক তৎপরতার পরও বিভিন্ন অঞ্চলে অনেকেরই করোনা শনাক্ত হচ্ছে, আর তাতে আবারও বিস্তৃত পরিসরে করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকে যাচ্ছে। এর আগে গত সপ্তাহে জিলিনের নিকটবর্তী একই প্রদেশের শুলান শহরে ১১ জনের করোনা শনাক্ত হয়। স্থানীয় এক নারী লন্ড্রি দোকানির মাধ্যমে ওই সংক্রমণ ছড়ায়। ওই ঘটনায় শুলান শহরে কঠোর লকডাউন বলবৎ করা হয়েছে।



 

Show all comments
  • elu mia ১৩ মে, ২০২০, ৫:১০ পিএম says : 0
    Alhamdulillah.its a good news.they have lot to pay for.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ