Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্রাণ চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে সরকার

পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ মে, ২০২০, ১২:০২ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এক বিবৃতিতে বলেছেন, করোনাভাইরাস মহামারী ব্যবস্থাপনায় সরকারের চরম ব্যর্থতা ফুটে উঠেছে। চিকিৎসা সরঞ্জামের অভাব এবং সুচিকিৎসার অভাবে মানুষ প্রতিনিয়িত মারা যাচ্ছে।

তিনি বলেন, অপরদিকে ত্রাণ বিতরণে সরকার দলীয় নেতা-কর্মীদের দুর্নীতি ও চুরির কারণে দেশের মানুষকে হতবাক করেছে। ত্রাণ চোর ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে সরকার।
পীর সাহেব চরমোনাই বলেন, চোর ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যেন কেউ কিছু বলতে ও লেখতে না পারে, সেজন্য ডিজিটাল নিরাপত্তার নামে ভিন্নমত দমন-পীড়ন করার জন্য এ কালো আইন করা হয়েছে। তিনি এ আইন বাতিল করার দাবি জানান। পীর সাহেব বলেন, দুর্নীতির কারণে সরকার দলীয় লোকজনের হাতে গরীবদের সব রেশনকার্ড মজুদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পীর সাহেব চরমোনাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ