পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) সোমালিয়ায় অভিযান চালিয়ে এক ইতালিয়ান নারীকে উদ্ধার করেছে। সিলভিয়া রোমানো নামের ওই নারী কেনিয়ায় অপহৃত হয়েছিলেন। অভিযানটি সোমালিয়া ও ইতালীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে করা হয়েছিল। ২০১৮ সালে অপহৃত হন ২৫ বছর বয়সী সিলভিয়া রোমানো। ইতালীয় সরকার গত বছরের ডিসেম্বরে তাকে উদ্ধারের জন্য সহায়তা চেয়েছিল। এমআইটি এই ঘটনার তদন্তে সম্মত হয়েছিল এবং তারা জানতে পেরেছিল যে তিনি এখনও বেঁচে আছেন। তারা সিলভিয়ার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার সাথে সাথেই ইতালি থেকে একটি বিশেষ ফ্লাইটে করে তাকে সোমালিয়া থেকে ইতালীতে আনা হয়। এটি ছিল, ইতালির পররাষ্ট্র বিষয়ক গোয়েন্দা বাহিনীর বিমান এবং সেটাতে করেই রোমের আন্তর্জাতিক বিমানবন্দর চাম্পিনোতে অবতরণ করেন সিলভিয়া। দু’বছর আগে অজ্ঞাত বন্দুকধারীদের হাতে অপহৃত হওয়ার আগে রোমানো দক্ষিণ-পূর্ব কেনিয়ায় ইতালীয় দাতব্য সংস্থা আফ্রিকা মাইলের হয়ে কাজ করছিল। তারপরে তাকে সোমালিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল। দীর্ঘ ১৮ মাস পর গত রোববার তুরস্ক, সোমালিয়া ও ইতালিয়ান গোয়েন্দা সংস্থার যৌথ প্রচেষ্টায় তাকে উদ্ধার করা হয়। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, কেনিয়ায় অপহরণের পর সোমালিয়ার সশস্ত্র গোষ্ঠী আল-শাবাবের আস্তানায় দীর্ঘ ১৮ মাস বন্দিজীবন কাটান সিলভিয়া। সেখানেই স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে রোমে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন রোমানো। মিডল ইস্ট মনিটর, আনাদোলু এজেন্সি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।